‘আদব কায়দা শিখে বড় হও’ হাসিনাপুত্র জয়কে কাদের সিদ্দিকীর উপদেশ

সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে আদব কায়দা শিখে বড় হওয়ার উপদেশ দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
সোমবার (১৯ আগস্ট) বিকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলার তালতলা চত্বরে অনুষ্ঠিত কৃষক শ্রমিক জনতা লীগের জনসভায় তিনি জয়কে এ উপদেশ দেন।
জয়কে উদ্দেশ করে তিনি বলেন, ‘জয় বাবা তুমি যেগুলা বলো, এখানে যারা আছে তাদের অনেক কষ্ট হয়। তোমার মায়ের পায়ের জুতা হয়ে যারা ছিল তাদের এখন জীবন বাঁচে না। তুমি সকালে এক কথা বিকালে এক কথা বইলা মানুষের কষ্ট আর বাড়াইও না। আদব কায়দা শিখে বড় হও। আমেরিকায় বইসা কথা বললেই তাকে বড় বলা হয় না’
কাদের সিদ্দিকী বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, ‘আজকে উপজেলা চেয়ারম্যান বাতিল হইছে, মেয়র বাতিল হইছে। বঙ্গবন্ধুকে বাতিল করবেন? তার নাম পিতা। রাষ্ট্র পিতা। রাষ্ট্র পিতাকে বাতিল করলে সন্তানের কিন্তু জন্ম পরিচয় থাকে না।’
কাদের সিদ্দিকী আরও বলেন, ‘দেশটা আওয়ামী লীগের না, বিএনপির না, জামায়াতের না, দেশটা চৌদ্দ দলেরও না, দেশটা হলো আঠারো কোটি মানুষের। রাজনীতি করতে হলে মানুষকে সম্মান করতে হবে। যারা মানুষকে সম্মান করতে জানে না তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।’
কৃষক শ্রমিক জনতা লীগের উপজেলা সভাপতি আব্দুস ছবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু, বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপু , উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১৯আগস্ট/পিএস)

মন্তব্য করুন