চাঁদপুরে দীপু মনির বিরুদ্ধে দ্বিতীয় মামলা

​​​​​​​চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০২৪, ১৮:৪৫
অ- অ+

চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যার উদ্দেশ্য জখম, হুমকি বিস্ফোরকের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। মামলায় সাবেক মন্ত্রী . দীপু মনি, তাঁর বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপু চাঁদপুর- (কচুয়া) আসনের সাবেক সংসদ সদস্য . সেলিম মাহমুদসহ ৬২৪ জনকে আসামি করা হয়েছে। এটা দীপু মনি তার ভাইসহ অনেকের বিরুদ্ধে দ্বিতীয় মামলা।

মঙ্গলবার রাতে সদর উপজেলার ঢালীরঘাট (উত্তর বালিয়া) এলাকার মৃত আলী আকবর খানের ছেলে নুরুল ইসলাম খান চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি করেছেন।

চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক মীর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, গত আগস্ট সন্ধ্যা ৭টার দিকে শহরের বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে দুষ্কৃতকারীরা বেআইনি সমাবেশ করে। পরে তারা হত্যার উদ্দেশ্যে সাধারণ মানুষকে গুরুতর রক্তাক্ত জখম, হুমকি দেয় হাত বোমার বিস্ফোরণ ঘটায়।

মামলার অন্য আসামিরা হলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির সুমন, জেলা ছাত্রলীগ সভাপতি মো. জহির, কবির চৌধুরী, ফেরদৌস মোরশেদ জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতাউর রহমান পারভেজ বালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন নবীরসহ আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের ২২৪ জন নেতাকর্মী। এছাড়া অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক মীর বলেন, মামলার সব কাজ সম্পন্ন করা হয়েছে। এখন পরবর্তী ব্যবস্থা গ্রহণ শুরু হবে।

এর আগে ১৮ জুলাই চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনমনিরা ভবনেহামলা, ভাঙচুর, লুটপাট আগুন দেওয়ার মামলা হয়। মামলায় দীপু মনি তার বড় ভাইসহ ৫১০ জন নামীয় এবং অজ্ঞাতনামা একহাজার থেকে ১২শজনের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা হয়।

গত ১৫ আগস্ট মামলাটি করেন চাঁদপুর পৌর যুবদলের যুগ্মআহ্বায়ক শহরের বাগাদী রোড হাওলাদার বাড়ির বাসিন্দা কালু হাওলাদারের ছেলে আব্দুর রাজ্জাক হাওলাদার।

উল্লেখ্য, দীপু মনিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে গত সোমবার আটক করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে রিমান্ড আবেদন করলে আদালত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

(ঢাকাটাইমস/২১আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা