৫৪ বছরে ভারতের পানি আগ্রাসনের ক্ষতিপূরণ দিতে হবে: যুক্তরাষ্ট্র জাগপা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৪, ২২:১৮
অ- অ+

শুষ্ক মৌসুমে পানি আটকে বাংলাদেশকে মরুভূমি ও বর্ষা মৌসুমে পানি ছেড়ে বন্যায় ভাসিয়ে ৫৪ বছরে ভারত যে ক্ষতি করেছে তার ক্ষতিপূরণ দাবি করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার যুক্তরাষ্ট্র শাখা।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি হোটেলে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত ‘ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে আলোচনা’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি তোলেন জাগপার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া।

এসময় বাংলাদেশের পক্ষ থেকে ‘ফারাক্কার বিকল্প বাঁধ’ নির্মাণ হলে বাংলাদেশ সরকারকে প্রবাসীরা আর্থিক সহায়তা করবে বলেও ঘোষণা দেন তিনি।

রহমত উল্লাহ ভূঁইয়া বলেছেন, ‘নিষ্ঠুর ভারত, আগ্রাসী প্রতিবেশী ভারত বর্ষা মৌসুমে ফারাক্কাসহ ৩৪টি নদীর গেট খুলে দিয়ে বাংলার মানুষকে পানিতে ডুবিয়ে মারে। আবার গ্রীষ্ম মৌসুমে গেট আটকিয়ে রেখে বাংলাদেশকে মরুভূমি বানায়। এ কেমন বন্ধু দেশ!’

তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছরে ভারতীয় পানি আগ্রাসনের কারণে বাংলাদেশের কৃষি উৎপাদনের যে পরিমাণ ক্ষতি হয়েছে তার উপযুক্ত ক্ষতিপূরণ ভারত বাংলাদেশকে দিতে হবে। প্রয়োজনে পানি আগ্রাসন, সীমান্ত হত্যা এবং ভারতীয় পররাষ্ট্রনীতির বৈষম্যমূলক আচরণের কারণে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।’

রহমত উল্লাহ বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের রক্তে অর্জিত স্বাধীনতাকে ভারত এখনো মেনে নিতে পারেনি। কারণ মুজিব চুক্তিতে পূর্ব-পাকিস্তানকে (বাংলাদেশ) ভারত তাদের অংশ বানাতে চেয়েছিল। তাই ১৯৭১ সালের স্বপ্ন পূরণ করতে না পেরে ভারত সব সময় আওয়ামী লীগকে তাদের ঢাল হিসেবে ব্যবহার করেছে। ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য মুজিব সরকার হয়েছিল ভারতের গোলাম আর শেখ হাসিনা সরকার হয়েছিলেন ভারতের কৃতদাস। সুতরাং ১৯৭১ সালের দখলদারিত্বের জন্য ভারতের প্রেসকিপশনে বাংলাদেশ হয়ে ওঠে বধ্যভূমি আবার কখনো রক্তভূমি।’

ভারত সরকারের কাছে আওয়ামী লীগের সভানেত্রী ও স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে জাগপার এই নেতা বলেন, ‘দেশে গণহত্যা চালিয়ে যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে তাকে ভারত সরকার আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সাথে বেঈমানি করেছে। অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিন। কূটনৈতিক সম্পর্ক ভাল রাখুন।’

তিনি অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশের পক্ষে ফারাক্কার বিকল্প বাঁধ নির্মাণে প্রবাসীরা সহায়তা পাঠানোর জন্য একটি ব্যাংক একাউন্ট খোলার আহ্বান জানান।

জাগপার এই নেতা বলেন, জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও সহ-সভাপতি রাশেদ প্রধান এর নেতৃত্বে ইতোমধ্যে ফেনী, কুমিল্লা, লক্ষীপুর, ব্রাহ্মণবাড়ীয়াসহ বানভাসি মানুষের পাশে জাগপা, যুব জাগপা ও জাগপা ছাত্রলীগের একটি করে টিম গঠন করা হয়েছে।’ ‘সবাই বানভাসিদের জন্য তহবিলে সাহায্য পাঠিয়ে জাগপার পাশে থাকবেন’ বলেন তিনি।

এসময় আরও বক্তব্য রাখেন জাগপা যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আফসার আশরাফুল হাসান, জসিম উদ্দিন, মো. দিদার মো. ইসমাইল হোসেন, ইমরান হোসেন সহ যুক্তরাষ্ট্র প্রবাসীরা বক্তব্য রাখেন।

(ঢাকাটাইমস/২৩আগস্ট/জেবি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা