উপদেষ্টা পরিষদে প্রস্তাব, হজের খরচ কমাতে কাজ করছে ধর্ম মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৪, ০০:৫৬
অ- অ+

পবিত্র হজ পালনে খরচ কমানোর বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রস্তাবে উপদেষ্টার একমত হয়েছেন। এ নিয়ে কাজ করছে ধর্ম মন্ত্রণালয়।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন— পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘মুসলমানদের জন্য হজ একটা বড় ব্যাপার। কিন্তু এই পবিত্র কাজেও আমরা একটি সিন্ডিকেট দেখতে পাই। তারা কারসাজি করে হজের প্যাকেজ মূল্য বাড়িয়ে তোলে। হজের যে খরচ, সেটি যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা যায়, সে জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে।’

হজের নতুন প্যাকেজ কত হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, ‘কত হতে পারে, কত কমানো যেতে পারে সেই আলোচনা হয়েছে। বর্তমান প্যাকেজ যে অনেক বেশি, সেটি কমিয়ে আনা সম্ভব, সে বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।’

গত বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করে তৎকালীন সরকার। সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সর্বনিম্ন প্যাকেজ ছিল পাঁচ লাখ ৭৯ হাজার টাকা। আর বেসরকারিভাবে সর্বনিম্ন প্যাকেজ ছিল প্রায় পাঁচ লাখ ৯০ হাজার টাকা।

এ বছর হজের প্রাক নিবন্ধন শুরু হলেও এখনো প্যাকেজ ঘোষণা হয়নি। আগামী ১ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত নিবন্ধন শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালন করতে পারবেন।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা