জাতীয় কবি কাজী নজরুলের স্ত্রীর চরিত্রে স্পর্শিয়া

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪
অ- অ+

বাংলা শোবিজের সুপরিচিত মুখ অর্চিতা স্পর্শিয়া। যিনি নাটক এবং চলচ্চিত্র- দুই মাধ্যমেই কাজ করেন। নানামাত্রিক চরিত্রে দেখা যায় তাকে। সেই ধারাবাহিকতায় এবার স্পর্শিয়া অভিনয় করতে চলেছেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্ত্রীর ভূমিকায়।

প্রয়াত এই বিদ্রোহী কবিকে নিয়ে সিনেমা নির্মাণ হচ্ছে পশ্চিমবঙ্গে। নাম ‘কাজী নজরুল ইসলাম’। সেখানে কবি নজরুলের স্ত্রী নার্গিসের ভূমিকায় অভিনয় করবেন স্পর্শিয়া। সিনেমাটি পরিচালনা করবেন আবদুল আলিম। যদিও এখনো সেটির আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এ প্রসঙ্গে স্পর্শিয়া জানালেন, ‘আমার সঙ্গে পরিচালক আবদুল আলিমের কথা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা পরে আসবে। আপাতত আমার পক্ষ থেকে কিছু নিয়ে কথা বলা নিষেধ আছে।’

জানা গেছে, ‘কাজী নজরুল ইসলাম’ সিনেমায় কবি নজরুলের আরেক স্ত্রী আশালতা সেনগুপ্ত ওরফে প্রমীলা দেবীর চরিত্রে অভিনয় করবেন ওপার বাংলার অভিনেত্রী ইশা সাহা। অন্যদিকে, কাজী নজরুল ইসলামের চরিত্রে দেখা যাবে কলকাতার কিঞ্জল রাজপ্রিয়াকে।

এই অভিনেতা জানিযেছেন, তিনি কাজী নজরুলের চরিত্রে অভিনয়ের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। বলেন, ‘বায়োপিক মানে কাজী নজরুলের জীবনের শেষ থেকে শুরুর জার্নি। কবির জীবনী পড়ছি। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। বাকিটা পরিচালকের হাতে।’

‘কাজী নজরুল ইসলাম’ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু। সংগীত পরিচালনার দায়িত্ব পেয়েছেন জয় সরকার। এটি নির্মাতা আবদুল আলিমের প্রথম সিনেমা হতে চলেছে। অন্যদিকে, বাংলাদেশি অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ারও কলকাতায় এটি প্রথম কাজ।

(ঢাকাটাইমস/০২সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা