আবু সাঈদের গুলি খাওয়ার ছবি এঁকে তোপের মুখে ভাবনা
কোটা সংস্কার আন্দোলন চলাকালীন গুলিতে আবু সাঈদ নিহত হওয়ার ঘটনা বাংলাদেশসহ গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। পুলিশের বন্দুকের সামনে বুক পেতে দিয়েছিলেন রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। আবু সাঈদের সেই রক্তাক্ত ছবি এঁকে তোপের মুখে পড়েছেন আশনা হাবিব ভাবনা।
অভিনেত্রীর ওই ছবিতে দেখা যায়, দুই হাত দুদিকে ছড়ানো একটি চিত্রকর্ম এঁকেছেন তিনি। যার সারা শরীর রক্তাক্ত। চিত্রকর্মটির ডান হাত, কোমর এবং পায়ের কাছে, এমনকি বুকের ওপরেও কাক এঁকে বসিয়ে দিয়েছেন তিনি। ভাবনার দাবি, তার আঁকা এই চিত্রকর্মটি নিহত শিক্ষার্থী আবু সাঈদের।
নিজের আঁকা এই ছবি ফেসবুকে পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের তোপের মুখে পড়েছেন ‘ভয়ংকর সুন্দরী’ নায়িকা। অনেকে এই ছবিকে ‘কাকতাড়ুয়া’ হিসেবে উল্লেখ করে ভাবনার উপর ক্ষোভ ঝেড়েছেন। অনেকে আবার বিস্ময় প্রকাশ করে বলেছেন, আবু সাঈদের এ কেমন ছবি!
কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র-জনতার অসহযোগ আন্দোলনের সময় একেবারেই চুপ ছিলেন ভাবনা। সেই প্রসঙ্গ টেনে এই অভিনেত্রীর উদ্দেশ্য সেফায়েত উল্ল্যা শাহী নামে একজনের মন্তব্য, ‘শহীদ আবু সাঈদের ছবি এঁকেছি কিন্তু সে যখন শহীদ হয়েছিল তখন চুপ থেকেছি!’
ভাবনাকে অভিনয়ে মনোযোগ দেওয়ার পরমর্শ দিয়ে মিলন মাহমুদ প্রিন্স নামে একজনের মন্তব্য, ‘যার যে কাজ না, সেটা করতে যেয়ে কিন্তু কেউ কেউ সরকারের ভেতরে থেকেও সরকার ডুবাইছে। সুতরাং সেখান শিক্ষা নিয়ে হলেও এই আঁকাবুকি বাদ দেয়া উত্তম। আমি নিরুৎসাহিত করছি। হাত শক্ত হয়ে গেছে, এখন আর এসব হবে না। অভিনয়টা মনোযোগ দিয়ে করেন।’
ভাবনার চিত্রকর্মটি দেখে সাইফুল ইসলাম নামে একজন কটাক্ষ করে লিখেছেন, ‘নিজের ড্রয়িং-এর উপর আত্মবিশ্বাস ফিরে পেলাম।’ শেখ জহির রুবেল নামে আরেকজনের মন্তব্য, ‘এইটা কোনো ছবি আঁকা হইলো’। মন্তব্যের শেষে রুবেল দিয়েছেন একটি রাগের ইমোজি।
এই অভিনেত্রী সদ্য ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত দাবি করে আনামুল হক নামে একজনের মন্তব্য, ‘আপনি তো আওয়ামী লীগের রাজনীতি করেছেন, সকল মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছেন।’ মো. আলী হাওলাদার নামে আরেকজনের মন্তব্য, ‘ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে যাবেন, এখন আবার আবু সাঈদের ছবি আঁকলেন। ব্যাপারটা কেমন হয়ে গেল না!’
এমন আরও অনেক নেতিবাচক মন্তব্য জমা পড়েছে ভাবনার আঁকা এবং শেয়ার করা ওই ছবির নিচে। যদিও কারও মন্তব্যেরই কোনো জবাব দেননি অভিনেত্রী। এর আগেও নিজের আঁকা বিভিন্ন চিত্রকর্ম ফেসবুকে শেয়ার করে কটাক্ষের মুখে পড়েছেন ভাবনা।
(ঢাকাটাইমস/০২সেপ্টেম্বর/এজে)