ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ অনুষদে নতুন ডিন

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান এ নিয়োগ দেন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী তাদেরকে এই নিয়োগ প্রদান করেন।

নবনিযুক্ত ডিনগণ হলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান (কলা অনুষদ), রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সালাম (বিজ্ঞান অনুষদ), আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ (আইন অনুষদ) এবং ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম (বিজনেস স্টাডিজ অনুষদ)।

এ ছাড়াও অনান্যরা হলেন, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ (জীববিজ্ঞান অনুষদ), ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ (আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ), কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. উপমা কবির (ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ) এবং মৃৎশিল্প বিভাগের অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ (চারুকলা অনুষদ)।

(ঢাকাটাইমস/০৪সেপ্টেম্বর/এসকে/এমআর)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :