মহিলা আ.লীগের সভাপতি চুমকিকে প্রধান আসামি করে মামলা
২০১৩ সালে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালনকালে অতর্কিত হামলায় গুরুতর আহত করার অভিযোগে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৫৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৯০জনকে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে যুবদল নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন বাদী হয়ে পূবাইল থানায় মামলাটি করেছেন। তিনি গাজীপুর মহানগরীর পূবাইল থানার বিন্দান এলাকার মৃত আব্দুল সাত্তার মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৪ ডিসেম্বর সকাল ৮টায় পূবাইল থানার তালটিয়া এলাকায় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপির ৩-৪শ নেতাকর্মী শান্তিপূর্ণ অবরোধ পালন করছিল। এসময় মেহের আফরোজ চুমকির নির্দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবরোধ পালন করাকালীন বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় পূবাইল থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমিনুল ইসলাম আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করলে মোহাম্মদ আনোয়ার হোসেন পুরো শরীরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
মামলার আসামিরা হলেন—বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি (৬০), পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরীষ (৭০), পূবাইল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ আল মামুন (৭০), ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল (৪৮), ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন মোল্লা (৫৬), পূবাইল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উত্তম কুমার অপু (২৮), পূবাইল থানা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলজার হোসেন টুটুল (৩৬), পূবাইল থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোহেল রানা (৩৭), যুবলীগ নেতা বাছেদ আলী (৪৫), ছাত্রলীগ নেতা কাওছার হোসেন (২৮), আওয়ামী লীগ নেতা মোমেন (৪৫), যুবলীগ নেতা বেলায়েত হোসেন (৪৫), যুবলীগ নেতা রাসেল (৪৮), পূবাইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদুর রহমান মাসুদ (৪৮), পূবাইল থানা যুবলীগ সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আশরাফুল ইসলাম (৪৫), পূবাইল থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. মাসুদ (৪০), পূবাইল থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমিনুল ইসলাম (৪২), ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আলমগীর খান (৫২), ঝন্টু খান (৪০) ও আওয়ামী লীগ নেতা মো. জাকারিয়া শেখ (৫২) সহ ৫৫জন।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন মামলার তথ্যটি নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/০৪সেপ্টেম্বর /পিএস)