অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৬
অ- অ+

পরমাণু অস্ত্র বহনে সক্ষম মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৪ এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সকল অপারেশনাল এবং প্রযুক্তিগত পরীক্ষাতে উতরে গেছে অগ্নি-৪।

শুক্রবার ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।

এক্সে এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের অধীনে ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৪-এর সফল উৎক্ষেপণ পরিচালিত হয়েছে। উৎক্ষেপণে সমস্ত কর্মক্ষমতাগত ও প্রযুক্তিগত প্যারামিটারের পরীক্ষা সফল হয়েছে।’

ভারতের পারমাণবিক প্রতিরোধ কর্মসূচির অংশ অগ্নি-৪। একটি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম মাঝিারি পাল্লার ভূমি থেকে ভূমি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর রেঞ্জ হল ৪ হাজার কিলোমিটার। অর্থাৎ এটি ৪ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে।

গত এপ্রিল মাসে নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-প্রাইম পরীক্ষা চালিয়েছিল ভারত।

সূত্র: হিন্দুস্তান টাইমস

(ঢাকাটাইমস/০৭সেপ্টেম্বর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
আগস্ট থেকে ১৫ টাকা কেজিতে চাল পাবে ৫৫ লাখ পরিবার
কাশিয়ানীতে ৭ শিক্ষকের স্কুল থেকে ২০ শিক্ষার্থীর কেউ পাস করেনি
ফরিদপুরে ডিআইজি রেজাউল করিমের সফর: অপরাধ পর্যালোচনা সভা, কল্যাণ সভা ও ড্রিল শেড উদ্বোধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা