দেশে ডেঙ্গুতে এক সপ্তাহে ১২ জনের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৬ | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩২

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন জেলায় ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬৬ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত এক দিনে দেশে ৪০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই রোগীসহ চলতি বছর হাসপাতালে ভর্তি হলেন ১৫ হাজার ২০৭ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ৬১ দশমিক ৩ শতাংশ পুরুষ ও ৩৮ দশমিক ৭ শতাংশ নারী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৯২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৬, ঢাকা উত্তর সিটিতে ১১৭, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩৫, খুলনা বিভাগে ১৫ ও ময়মনসিংহ বিভাগে আটজন রয়েছেন। গত এক দিনে সারাদেশে ২৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :