হাসানুল হক ইনুর আরও চার দিনের রিমান্ড

আদালত প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১৪| আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৩
অ- অ+

দুই দফায় ১২ দিন রিমান্ডের পর লালবাগ থানার আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব শুনানি শেষে এ আদেশ দেন। লালবাগ থানার উপ-পরিদর্শক আক্কাস মিয়া ইনুর সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

রিমান্ড আবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ জুনের পর সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা আরোপ নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন শুরু করেন সারাদেশের সর্বস্তরের শিক্ষার্থীরা। এই আন্দোলন নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ১৪ জুলাই আন্দোলরত শিক্ষার্থীদের ‘রাজাকার’ সম্বোধন করলে শিক্ষার্থীরা এর প্রতিবাদে দেশব্যাপী শন্তিপূর্ণ আন্দোলনের ডাক দেন।

শান্তিপূর্ণ সেই আন্দোলন প্রতিহত করতে এজাহারে উল্লেখিত আসামিরা পরস্পর যোগসাজশ ও উসকানিমূলক বক্তব্য এবং নির্দেশনা দিয়ে শিক্ষার্থীদের নিধনের ঘোষণা দেন। এরই ফলশ্রুতিতে বর্ণিত আসামিরা গত ১৮ জুলাই বিকাল ৬টায় লালবাগ থানাধীন আজিমপুর সরকারি আবাসিক এলাকায় ২০ তলা ভবনের ৭ নম্বর বিল্ডিংয়ের পাশে রাস্তার ওপরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে উপরোক্ত আসামিসহ এজাহারে উল্লেখিত আসামিদের সরাসরি নির্দেশনায়, পরিকল্পনায় এবং প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে শান্তিপূর্ণ মিছিলে দেশীয় অস্ত্রসহ শত শত সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, রাবার বুলেট ও গুলিবর্ষণ করে এবং ঘটনাস্থলে ইফতি, জুবায়ের, তানভীর, ইসমাইলসহ অনেক নিরস্ত্র ছাত্র-জনতা আহত হয়।

তাদের মধ্যে বাদীর ছেলে খালিদ হাসান সাইফুল্লাহ আইডিয়াল কলেজের প্রথম বর্ষের মেধাবী ছাত্র আসামিদের নিক্ষিপ্ত এলোপাথাড়ি গুলিতে বুকে- পেটে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। এজাহারনামীয় আসামি ইনুকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনে ১০ দিন রিমান্ড মঞ্জুর হওয়া প্রয়োজন ।

এর আগে নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গত ২৬ আগস্ট ইনুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর মোহাম্মদপুরে ট্রাকচালক সুজন হত্যা মামলায় তাকে আরও পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়।

এর আগে গত ২৫ আগস্ট বিকালে ইনুকে উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।

(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন হচ্ছে সোমবার
জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে : মির্জা ফখরুল 
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
আতঙ্কিত সাধারণ মানুষ, অন্তর্বর্তী সরকার ব্যর্থ: কাজী মামুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা