ইতিহাস গড়ে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন সিনার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩২

দেড় দশক পর ইউএস ওপেনের ফাইনালে উঠলেন যুক্তরাষ্ট্রের কেউ। টেলর ফ্রিটজের এমন সাফল্য নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিল উত্তর আমেরিকার দেশটি। তবে ফাইনালে ওঠা পর্যন্তই। ফাইনালে ফ্রিটজকে ৬-৩ ৬-৪ ও ৭-৫ গেমে হারিয়ে ইউএস ওপেন জিতেছেন ইতালির ইয়ানিক সিনার।

চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে দিয়ে রেকর্ডও গড়েছেন সিনার। প্রথম ইতালিয়ান খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়েছেন ২৩ বছর বয়সী তারকা। ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় গ্র্যান্ড স্লাম। এ বছরই অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছেন তিনি।

এতে করে ১৯৭৭ সালের পর প্রথম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই গ্র্যান্ড স্লাম একই মৌসুমে জিতলেন সিনার।

১৯৭৭ সালে সবশেষ এই কীর্তি গড়েছিলেন আর্জেন্টিনার সাবেক টেনিস খেলোয়াড় গিলের্মো ভিলাস। ঠিক আরিনা সাবালেঙ্কার মতোই শুরু এবং শেষটা করলেন সিনার। নারী এককের চ্যাম্পিয়ন সাবালেঙ্কাও বছর শুরু করেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে। আর শেষ করেন ইউএস ওপেনের নতুন রানি হয়ে।

ইতিহাস গড়া ইউএস ওপেন জয়ের পর আবেগাপ্লুত সিনার সাফল্য উৎসর্গ করেছেন তার অসুস্থ আত্মীয়কে, ‘আমার আন্টির শরীর ভালো নেই। আমি জানি না, তিনি কত দিন বাঁচবেন। আমার জীবনে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমার যদি একটিই চাওয়া থাকে, সেটি হচ্ছে তাঁর সুস্থ হয়ে ওঠা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি সম্ভব নয়।’

অন্যদিকে বিপরীত চিত্র ফ্রিটজের। নারী এককের রানার্সআপ স্বদেশি জেসিকা পেগুলার মতো পুরুষ একেকেও যুক্তরাষ্ট্রকে শিরোপা এনে দিতে পারেননি ১২তম বাছাই ফ্রিটজ। এ জন্য ম্যাচ শেষে ক্ষমা চেয়েছেন তিনি,‘জানি, আমরা অনেক দিন ধরেই একজনের চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষায় ছিলাম। দুঃখিত, আমি আমার কাজটা করতে পারিনি।’

সিনার বছরের শুরুতে নিজের প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছিলেন ঘুরে দাঁড়ানোর দুর্দান্ত গল্প লিখে। সেবার ফাইনালে দানিল মেদমেদেভের কাছে প্রথম দুই সেটে হেরে যাওয়ার পর জিতেছিলেন পরের তিন সেটে। এবার ইউএস ওপেনের ফাইনালে সে অর্থে তেমন কোনো পরীক্ষাতেই পড়তে হয়নি টেনিসের নম্বর ওয়ানকে। জিতেছেন সরাসরি তিন সেটেই।

(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে রাতে মাঠে নামছে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি ব্রুকের 

বাফুফে নির্বাচন: সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন তাবিথ আউয়াল

টি-টেনে বাংলা টাইগার্সের আইকন প্লেয়ার হিসেবে খেলবেন সাকিব

দেশি কোচ নিয়ে তামিমের মন্তব্যের জবাবে যা বললেন সালাউদ্দিন

ভারতের বিপক্ষে হারের দায় মিরপুরের উইকেটকে দিলেন তাসকিন

আবারও ব্যাটিং ব্যর্থতা, টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ

ছাত্র আন্দোলনে নিজের নীরবতায় ‘দুঃখিত’ সাকিব রাজনীতিতে নামার ব্যাখ্যাও দিলেন

নীতিশ-রিঙ্কুর জোড়া অর্ধশতকে রান পাহাড়ে ভারত

নীতিশ-রিঙ্কু জুটিতে ভর করে বড় সংগ্রহের পথে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :