নারী বিশ্বকাপের পর বাংলাদেশ থেকে সরে গেল আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট
চলতি বছরের অক্টোবরে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নারী বিশ্বকাপের। তবে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তা শঙ্কায় অংশগ্রহণ করা পাঁচটি দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দিলে এই টুর্নামেন্ট সরিয়ে নিতে বাধ্য হয় আইসিসি। আগের সূচিতে ৩ অক্টোবর বিশ্বকাপ শুরু হবে সংযুক্ত আরব আমিরাতে।
এদিকে আগামী ২৫-২৯ সেপ্টেম্বর ঢাকায় ৪০ দেশের অংশগ্রহণে কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল। বাংলাদেশের সামগ্রিক অবস্থার প্রেক্ষাপটে সেই চ্যাম্পিয়নশিপের ভেন্যু বদলেছে। বাংলাদেশের ঢাকার বদলে সেই টুর্নামেন্ট এখন হবে দক্ষিণ আফ্রিকার ডারবানে।
ভেন্যু বদলে যাওয়ায় প্রতিযোগিতার সময়ও বদলেছে। ডারবানে ২৭ নভেম্বর-২ ডিসেম্বর কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের নতুন সূচি ঠিক হয়েছে। ভেন্যু বদলে যাওয়ায় বাংলাদেশের অংশগ্রহণও অনিশ্চিত। এমনটাই বললেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী।
তিনি বলেন, ‘আসলে আমাদের দেশে অস্থিতিশীল পরিস্থিতির জন্য জুলাইয়ের শেষের দিকে ভেন্যু পরিবর্তন হয়ে দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত হয়। দক্ষিণ আফ্রিকায় গিয়ে অংশগ্রহণে অনেক অর্থের প্রয়োজন। আর্থিক বিষয়ে আগে সাধারণ সম্পাদক সহায়তা করতেন তিনিও এখন নেই। ফলে অংশগ্রহণ বেশ কঠিনই।’
কমনওয়েলথ কারাতে আয়োজনের জন্য বাংলাদেশ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছিল। মিরপুরের শহীদ ইনডোর স্টেডিয়ামের ম্যাট, পদকের নমুনা সহ আরো অনেক বিষয় বাংলাদেশ কারাতে ফেডারেশন কিছু খরচও করেছে। ভেন্যু বাতিল হওয়ায় খানিকটা ক্ষতিও হচ্ছে বললেন ফেডারেশনের কোষাধ্যক্ষ আজাদ,‘ আমরা কয়েক লাখ টাকা ব্যয় করেছিলাম চ্যাম্পিয়নশীপ প্রস্তুতি হিসেবে। ভেন্যু বাতিল হওয়ায় সেটা পুরোপুরি পূরণ বা সদ্বব্যবহার সম্ভব নয়।’
কারাতেতে বাংলাদেশের অর্জন একেবারে কম নয়। ২০১৯ কাঠমান্ডু এসএ গেমসে কারাতে তিনটি স্বর্ণ জিতেছিল। পাঁচ বছর পর ফেডারেশন নিজস্ব উদ্যোগেই একটি বড় আসরের স্বাগতিক হওয়ার উদ্যোগ গ্রহণ করেছিল। এই আসর হলে পদক অর্জনের পাশাপাশি কারাতে ফেডারেশনেরও আর্থিকভাবে কিছুটা লাভবান হতে পারত।
(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/এনবিডব্লিউ)