বিশ্ব নেতাদের কাছে ট্রাম্প হাসির পাত্র, মুখোমুখি বিতর্কে বললেন কমলা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০
অ- অ+

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার প্রথমবারের মতো বিতর্কে মুখোমুখি হয়েছেন।

বিতর্কে ট্রাম্পের কঠোর সমালোচনা করে কমলা বলেন, “বিশ্ব নেতাদের কাছে ডোনাল্ড ট্রাম্প হাসির পাত্র। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ‘লাঞ্চে’ ট্রাম্পকে ‘খেয়েও ফেলতে পারেন।”

বুধবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের আয়োজনে কমলা ও ট্রাম্পের মধ্যে বিতর্ক শুরু হয়। বিতর্ক মঞ্চে প্রবেশের পর ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়ে তার বক্তব্য দিয়ে বিতর্ক শুরু করেন কমলা।

২০২০ সালের নির্বাচনের ফল উল্টে দেওয়ার প্রচেষ্টা চালানোর জন্য ট্রাম্পের কঠোর সমালোচনা করে কমলা বলেন, “দেশে এমন কোনো প্রেসিডেন্ট থাকতে পারে না যিনি অতীতের মতো আমেরিকান জনগণের রায়কে ক্ষুণ্ণ করার চেষ্টা করেন।”

“২০২০ সালের ভোটের ফলাফল বারবার অস্বীকার করলে এটি গভীর উদ্বেগজনক ব্যাপার। আমেরিকান জনগণ আরও ভালো কোনো নেতা পাওয়ার দাবিদার।” বলেন কমলা।

বিতর্কে ট্রাম্প জো বাইডেনকে অনুপস্থিত প্রেসিডেন্ট হিসেবে সমালোচনা করলে তার জবাবে হ্যারিস বলেন, “আপনি বাইডেনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন না, আপনি আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।”

ইউক্রেনের প্রসঙ্গে কমলা ট্রাম্পকে বলেন, “ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আমার দৃঢ় সম্পর্ক রয়েছে। আপনি যে আর প্রেসিডেন্ট নন, এতেই ন্যাটো মিত্ররা অনেক বেশি কৃতজ্ঞ। অন্যথায় পুতিন ইউরোপের বাকি অংশের দিকে চোখ রেখে কিয়েভে বসে থাকতেন।”

ট্রাম্প তখন কমলাকে যুক্তরাষ্ট্রের ‘ইতিহাসের সবচেয়ে খারাপ ভাইস-প্রেসিডেন্ট’ দাবি করে বলেন, “ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা করে যুদ্ধ প্রতিরোধে ব্যর্থ কমলা।”

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৫ নভেম্বর।

এই নির্বাচন থেকে গত জুলাই মাসে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়িয়ে ভাইস প্রেসিডেন্ট কমলাকে সমর্থন দেন। তারপর থেকে ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান, উভয় পক্ষই নিজ প্রার্থীর পক্ষে জোর প্রচারণা চালাচ্ছে।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/টিটি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্যাপক নিরাপত্তায় ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া
এনআরবিসি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন ড. তৌহিদুল আলম
খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম: সারজিস আলম
ময়মনসিংহে একযোগে ৬ থানার ওসিকে বদলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা