ময়মনসিংহে রওশন এরশাদের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন
ময়মনসিংহ সদর-৪ আসনের জাতীয় পার্টির সাবেক এমপি ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ ও সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোস্তাকিম বিল্লাহ ফারুকীর নামে মামলার আবেদন হয়েছে। ভয়ভীতি দেখিয়ে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করার অভিযোগে করা এই আবেদনে অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।
জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম রওশন জাহানের আদালতে মো. খালেদুজ্জামান পারভেজ (বুলবুল) নামে এক ব্যক্তি এই মামলার আবেদন করেন। আবেদনটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন আদালত। আগামী ৮ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে পিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয় প্রতীক ‘কুড়েঘর’ নির্ধারণ করা হয়। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে তার বাড়ি থেকে অজ্ঞাতনামা সাদা পোশাকের ১০/১২ জন তুলে নিয়ে যায়। পরে তাকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়। এরপর আসামি রওশন এরশাদের প্ররোচনায় ও তৎকালীন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীকে দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য স্বাক্ষর নেন। এতে তার বৈধ মনোনয়নপত্র প্রত্যাহার হওয়ায় অপূরণীয় ক্ষতি হয়।
মামলার আবেদনে আরও বলা হয়, ১ নম্বর আসামি বেগম রওশন এরশাদের প্ররোচনায় ও ২ নম্বর আসামি মোস্তাকিম বিল্লাহ ফারুকীর প্রত্যক্ষ সহযোগিতায় বেআইনিভাবে বাদীকে আটক রেখে মৃত্যুর ভয় দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য স্বাক্ষর নেওয়া হয়, যা বাদীর অপূরণীয় ক্ষতি করেছে বিধায় ন্যায় বিচারের আশায় রাজনৈতিক পটপরিবর্তন হওয়ায় মামলাটি করা হয়েছে।
(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/কেএম)