ঢাবিতে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৫| আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৯
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার দলীয় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী রাজনীতির নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ঢাবির সাধারণ শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা তাদের পূর্বঘোষিত দুই দফা দাবি আবারও উত্থাপন করেন।

শুক্রবার রাজু ভাস্কর্যের পাদদেশে তারা বিক্ষোভ সমাবেশ করে। এর আগে তারা ভিসি চত্বরে থেকে মিছিল শুরু করে হলপাড়া, ভিসি চত্বর, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর হয়ে আবার টিএসসিতে আসে।

সমাবেশে বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করে বলেন, আমরা জুলাই বিপ্লবের শত শত শহীদদের আত্মত্যাগের জন্য মাথা উঁচু করে কথা বলতে পারছি। এই শহীদদের অবদানকে সমুন্নত রাখার জন্য হলেও বাংলাদেশের সব ক্যাম্পাস থেকে দলীয় রাজনীতি নিষিদ্ধ করা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ঢাবি ক্যাম্পাসে কোনো ধরনের দলীয় রাজনীতি রাখতে দেবে না। যারাই ক্যাম্পাস এবং হল দখল করতে আসবে তাদেরই প্রতিহত করবে।

সানজিদা নামের এক শিক্ষার্থী বলেন, ছাত্র সমাজের হাত ধরে বাংলাদেশ ৫ আগস্ট স্বাধীন হয়েছিল। তার আগে জুলাইয়ে আমাদের কোটা আন্দোলনের সময় আমাদের ৯ দফার একটি ছিল ক্যাম্পাস থেকে সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কিন্তু এখন ক্যাম্পাসে নানা নাম দিয়ে দলীয় রাজনীতি চালিয়ে যাওয়ার পাঁয়তারা চলছে। আমাদের দাবি স্পষ্ট। ক্যাম্পাস থেকে দলীয় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

আরেক শিক্ষার্থী নাফিউর রহমান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন আরও শক্তিশালী হয়েছে। ক্যাম্পাস থেকে দলীয় রাজনীতি নিষিদ্ধ করার আমাদের ন্যায্য দাবি আমরাই আদায় করে নেব। আমরা কোনো ফ্যাসিবাদের জন্ম আর হতে দেব না।’

নাফিউর রহমান উপাচার্যকে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা দুই দফা দাবি উল্লেখ করেন। তিনি বলেন, ঢাবি ক্যাম্পাস থেকে সব দলীয় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী রাজনীতি নিষিদ্ধ এবং অবিলম্বে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন দিতে হবে।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এসকে/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামসহ ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
কাশ্মীরে হামলা: পাকিস্তান-ভারতকে দায়িত্বশীল সমাধানের জন্য কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্রের
মুন্সীগঞ্জে পূর্ব বিরোধের জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ
উত্তরা আবাসিক এলাকা পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, দখলকৃত প্লট উদ্ধারের নির্দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা