খুলনায় হাত-পা ও মুখ বাঁধা বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৪
অ- অ+

খুলনায় নিজ ঘর থেকে হাত-পা, মুখ বাঁধা অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের নৈহাটি গ্রামের হালদার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সৈয়দা গুলফার নাহার সেতারা (৬৫) নামের এই বৃদ্ধা নৈহাটি গ্রামের মৃত শহিদুল ইসলামের স্ত্রী। তার একমাত্র ছেলে রায়হান এনবিআরের ইন্সপেক্টর পদে চাকরির সুবাদে ঢাকায় বাস করেন।

স্থানীয়রা জানান, গুলফার নাহার সেতারা নৈহাটি গ্রামের বাড়িতে একা থাকতেন। শুক্রবার সকালে তার গৃহপরিচারিকা শাহিনুর বেগম এসে ডাকাডাকি করেন। গেটের দরজা খোলা ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজন ডেকে এনে ঘরে ঢোকেন। গুলফার নাহারের দেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন তারা।

বৃদ্ধার মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ডাকাতির উদ্দেশ্যে হত্যাকাণ্ড ঘটতে পারে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা