মিয়ানমারে ভয়াবহ বন্যায় ৩৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১২| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২০
অ- অ+

মিয়ানমারে সুপার টাইফুন ইয়াগির প্রভাবে প্রবল বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। কর্মকর্তাদের মতে, বন্যায় ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।

মিয়ানমারের রাষ্ট্রীয় দৈনিক নিউ লাইট অব মিয়ানমার বলছে, রাজধানী নেইপিদো ও এর আশপাশের এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিরিস্থিতিতে দেশটির ক্ষমতাসীন জান্তা বন্যার প্রভাব প্রশমিত করার জন্য বিদেশি সাহায্যের অনুরোধ করেছে।

সংবাদমাধ্যটি আরও জানিয়েছে, জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাইং এবং অন্য কর্মকর্তারা প্রবল বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন।

এদিকে মার্কিন সমর্থিত রেডিও ফ্রি এশিয়া বলছে, বন্যা ও ভূমিধসে অন্তত ১৬০ জন নিহত হয়েছে।

জাতিসংঘ সমর্থিত সংস্থা মিয়ানমার ইনফরমেশন ম্যানেজমেন্ট ইউনিট (এমআইএমইউ) শুক্রবার রাজধানী নেইপিদোর কিছু স্যাটেলাইট ইমেজ প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, নেইপিদো ও তার আশপাশের প্রায় ১৬২ বর্গকিলোমিটার এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে।

শুক্রবার এক ফেসবুক পোস্টে মিয়ানমারের ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় কার্যালয় বলছে, ‘বন্যা উপদ্রুত ৩০টি এলাকা থেকে এ পর্যন্ত মোট ৩ হাজার ৬০২ জন লোকজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে। আমাদের উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।’

প্রসঙ্গত, চলতি বছরে এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঝড় ইয়াগি গত শনিবার আঘাত হানে ভিয়েতনামে। ইয়াগির আঘাতে দেশটিতে এখন পর্যন্ত কমপক্ষে ২৫০ জন মারা গেছে এবং হাজারের বেশি আহত হয়েছে। এছাড়াও এই ঘূর্ণিঝড়টি তাণ্ডব চালায় মিয়ানমার এবং ফিলিপাইন ও চীনের বেশ কয়েকটি দ্বীপপুঞ্জ।

সূত্র: বিবিসি, রয়টার্স

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা