শান্ত আশুলিয়া, খুলেছে অধিকাংশ কারখানা
টানা শ্রমিক অসন্তোষে অস্থির সাভারের শিল্পাঞ্চল আশুলিয়া এখন অনেকটাই শান্ত। স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। বন্ধ ২১৯ পোশাক কারখানার বেশির ভাগেই কাজে ফিরেছেন শ্রমিকরা। কোথাও কোনো বিক্ষোভের সংবাদ পাওয়া যায়নি।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম। তিনি জানান, শনিবার সকাল থেকে স্বাভাবিক পরিবেশে কাজ চলছে কারখানায়।
শিল্প পুলিশ ও বিজিএমইএ সূত্রে জানা যায়, আশুলিয়ায় শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৮৬ কারখানার মধ্যে শনিবার ৫০টি খুলে দেয়া হয়েছে। আর সাধারণ ছুটি দেয়া ১৩৩ কারখানার মধ্যে ফের উৎপাদন শুরু করেছে শতাধিক কারখানা। এখনো সাধারণ ছুটি চলছে ১৩টিতে। এসব কারখানায়ও দ্রুত উৎপাদন শুরু হবে।
যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অব্যাহত আছে যৌথবাহিনীর টহল।
পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, 'আজ শিল্পাঞ্চলের বেশির ভাগ কারখানাতেই উৎপাদন শুরু হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো সড়ক অবরোধ কিংবা কারখানায় হামলা-ভাঙচুরের মতো কিছু ঘটেনি। পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক।'
(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/মোআ)