ইবি শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

​​​​​​​ইবি প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষক তন্ময় সাহা জয়ের বিরুদ্ধে ‘গণহত্যার সমর্থনকারী হিসেবে অপপ্রচারের অভিযোগে ক্ষুব্ধ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিভাগের শিক্ষার্থীরা মীর মশাররফ হোসেন ভবন থেকে মিছিল শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এরপর প্রধান ফটকে গিয়ে তারা মানববন্ধনের মাধ্যমে তাদের প্রতিবাদ জানান।

জানা যায়, গত বুধবার রাতে ‘সাধারণ শিক্ষার্থী ব্যানারে তন্ময় সাহার নাম ও ছবি ব্যবহার করে তাকে ‘গণহত্যার সমর্থনকারীহিসেবে ব্যানার লাগানো হয়। এ ধরনের প্রচারকে ভিত্তিহীন ও ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে ক্ষোভ প্রকাশ করেন।

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পারেনি।

এ সময় মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

প্রথম বর্ষের শিক্ষার্থী কানিজ ফাতেমা অবনী বলেন, ‘আমাদের শিক্ষকের নামে এ ধরনের অপপ্রচার মেনে নেওয়া যায় না। যদি কারো কোনো অভিযোগ থাকে, তবে তা প্রমাণসহ সামনে আসা উচিত। স্যার যে আন্দোলনের বিপক্ষে ছিলেন, এমন কোনো প্রমাণ নেই। বরং তার সমর্থনের অনেক প্রমাণ রয়েছে।’

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইলিয়াস হোসেন বলেন, ‘আমি আন্দোলনে সরাসরি জড়িত ছিলাম, স্যার সবসময় আমাদের পাশে ছিলেন। যারা স্যারের বিরুদ্ধে এই অপপ্রচার চালিয়েছে, তাদের শাস্তি দাবি করছি।’

তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইসতিয়াক আহমেদ হিমেল বলেন, ‘এই অপপ্রচার সম্পূর্ণভাবে ষড়যন্ত্রমূলক। তন্ময় স্যার সবসময় আমাদের সমর্থন করেছেন এবং পাশে ছিলেন। আমরা দোষীদের শাস্তির দাবিতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ চাই।’

প্রসঙ্গত, শিক্ষার্থীরা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/পিএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৭ হলে নতুন প্রভোস্ট

জবিতে সুষ্ঠুধারার ক্যাম্পাস রাজনীতি থাকবে: জবি উপাচার্য

বশেমুরবিপ্রবি হলে মধ্যরাতে অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার

দিল্লি ছাড়াও বাংলাদেশি শিক্ষার্থীদের বুলগেরিয়ার ভিসা আবেদনের সুযোগ

খুবিতে নৈয়ায়িক ন্যাশনালস বিতর্কে চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে সংহতি সমাবেশের ঘোষণা

খুবিতে তৃতীয় নৈয়ায়িক ন্যাশনাল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন 

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ 

সাত কলেজে ভর্তিতে চূড়ান্ত বিষয় বরাদ্দ প্রকাশ

সিটের দাবিতে ঢাবির নারী শিক্ষার্থীদের মানববন্ধন, ছুটে এলেন উপাচার্য

এই বিভাগের সব খবর

শিরোনাম :