অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্তার আরও এক অভিযোগ

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩১| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩৬
অ- অ+

ওপার বাংলার খ্যাতিমান অভিনেতা ও নির্মাতা অরিন্দম শীলকে নিয়ে বিতর্কের পারদ আরও বাড়লো। তার বিরুদ্ধে যৌন হেনস্তার নতুন অভিযোগ জমা পড়েছে মহিলা কমিশনে। অভিযোগকারিণী টলিউডেরই একজন অভিনেত্রী।

২০১৭ সালের ঘটনা নিয়ে বছর তিনেক বাদে ২০২০ সালে প্রকাশ্যেই মুখ খুলেছিলেন এই অভিনেত্রী। অরিন্দমের বিরুদ্ধে ‘মিটু’ অভিযোগ এনেছিলেন তিনি। এবার পশ্চিমবঙ্গ মহিলা কমিশনে লিখিত অভিযোগ করলেন সেই অভিনেত্রী।

শুধু অভিযোগ নয়, প্রয়োজন পড়লে পুলিশের কাছে যেতেও প্রস্তুত বলে তিনি জানিয়েছেন।

অভিনেত্রীর ভাষ্যমতে, ‘পরিচালকের অফিসে স্ক্রিপ্ট রিডিং সেশনের জন্য গিয়েছিলেন তিনি। তখনই আচমকা তাকে জাপটে ধরেন অরিন্দম। অস্বস্তিতে পড়ে যান অভিনেত্রী। কারণ ওই স্পর্শে ছিল লালসা। এরপর চিত্রনাট্য পড়ার সময়ে অভিনেত্রীর চুলে হাত বোলান অরিন্দম। তারপর শরীরের বিভিন্ন স্থানে ক্রমাগত হাত দিতে থাকেন।

অভিনেত্রী আরও জানান, ২০১৭ সালে যখন এই ঘটনা ঘটে, তখন তার ডিভোর্স মামলা চলছিল। সন্তান ছোট। একা হাতেই বড় করতে হচ্ছিল। তাই তখন মুখ খোলার সাহস পাননি। তবে মাকে জানিয়েছিলেন। এই কথাগুলো বলার জন্য কে বিশ্বাসভাজন? সেটাও বুঝতে পারিনি তখন।

অভিনেত্রী বলেন, ‘পরে আমার কাজ ক্ষতিগ্রস্ত হয়। এরপর ২০২০ সালে যখন বিষয়টা নিয়ে মুখ খুলি, তখন পরিচালক আমাকে পাল্টা বলেন, আমি নাকি বিষয়টিতে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছি। এবার যখন দেখলাম আরও একজন অভিনেত্রী অরিন্দম শীলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, তখন আমার মনে হলো- আমারও এবার প্রতিবাদ করা উচিত।’

ওই অভিনেত্রীর অভিযোগ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় জানান, ‘আইনি বিশেষজ্ঞদের কাছে পরামর্শ চাইছেন। প্রয়োজনে পুলিশের দ্বারস্থ হতে হবে।’

এই অভিযোগের ভিত্তিতে অরিন্দম শীল বলছেন, ‘ঘটনার পর ওই অভিনেত্রীর সঙ্গে আমার দেখাও হয়েছে। আমার স্ত্রীর সঙ্গেও ওর কথা হয়েছে। ওই অভিনেত্রীর পাঠানো সমস্ত ম্যাসেজ আমার কাছে আছে। আমার বিরুদ্ধে তিনি যে অভিযোগ করেছেন সেগুলো সত্যি নয়।’

এর আগে দিন কয়েক আগে নির্মাতা অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ নিয়ে মহিলা কমিশনের দারস্থ হয়েছিলেন নবীন এক অভিনেত্রী। সেই রেশ কাটতে না কাটতেই সামনে এলো আরও এক অভিযোগ।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুনে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ: ক্রাইমে উত্তরা, গোয়েন্দা লালবাগ
জনতা ব্যাংকে বিকাশের মাধ্যমে রেমিটেন্স পরিশোধের কার্যক্রম উদ্বোধন
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার
খানসামায় পাটক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা