ড. ইউনূস ও খালেদা জিয়াকে হত্যার হুমকি: শেখ হাসিনার নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩৯

পদ্মা সেতু উদ্বোধনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামে মামলা হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করেছেন চট্টগ্রাম নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পাল।

মামলায় অভিযোগ করা হয়, পদ্মা সেতু উদ্বোধনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পদ্মাসেতু থেকেটুঁস করেফেলে দেওয়ার হুমকি দেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ . মুহম্মদ ইউনূসকেচুবানি দিয়ে পদ্মা সেতুতে তোলা হবে বলেও হত্যার হুমকির দেওয়া হয়।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট রেজাউল ইসলাম জানিয়েছেন, আদালত মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। একজন অতিরিক্ত পুলিশ সুপার অথবা সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।

মামলার বাদী সৌরভ প্রিয় পাল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে দেওয়া বক্তব্যের মাধ্যমে মূলত শেখ হাসিনা তাকে (খালেদা জিয়া) প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছিলেন এবং হত্যার জন্য নিজ দলের সন্ত্রাসীদের প্ররোচনা যুগিয়েছেন। গেল আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাবার পর বেগম জিয়াকে হত্যার হুমকি প্ররোচনার বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছি।

পদ্মা সেতু উদ্বোধনের আগে ২০২২ সালের ১৮ মে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সেতু থেকেটুঁস করেফেলে দেওয়ার কথা বলেছিলেন। একই বক্তব্যে শেখ হাসিনা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসকে পদ্মা নদীতে চুবানোর কথা বলেছিলেন।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

দীপ্ত টিভির তামিম হত্যায় আরেক আসামি গ্রেপ্তার, বিএনপি নেতা রবিকে ধরতে সাঁড়াশি অভিযান

ইস্কাটনে ৫৫ ভরি স্বর্ণালংকার চুরি, বিক্রির টাকায় ব্যাংকে এফডিআর করেন গৃহকর্মী লাইজু

এবার সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় আপেল আটক

দীপ্ত টিভির কর্মকর্তা খুন: যেভাবে বিরোধের সূত্রপাত জানালো পুলিশ

রাজধানীতে দেড় হাজার টাকার জন্য ফুফাতো ভাইকে হত্যা

কুড়িগ্রামে পূজামণ্ডপে হামলা করতে এসে যুবক আটক

নাফকো ডেভেলপার কোম্পানি: ফ্ল্যাট বিক্রির নামে গুলির ভয় দেখিয়ে ৭৩ লাখ টাকা লুট

১১ কোটি নাগরিকের তথ্য দেশি-বিদেশি ১৮২ প্রতিষ্ঠানের কাছে যেভাবে গেল

যৌথ অভিযানে ২৯৭ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১৪৮

বিদেশি পিস্তল-গুলি, ওয়াকিটকি ও মদসহ ৩ জন গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :