বিচ্ছেদের আগুনে ঘি ঢাললেন ঐশ্বরিয়া
সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের সঙ্গে তার স্বামী অভিনেতা অভিষেক বচ্চনের দাম্পত্যে দূরত্ব তৈরি হয়েছে— গত কয়েক মাস ধরে এমন জল্পনাই চলছে। সত্যি কি ১৭ বছরের দাম্পত্যে চিড় ধরেছে তারকা জুটির?
বিশেষ করে, আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে প্রবেশ না করায় ঐশ্বরিয়া-অভিষেককে নিয়ে জল্পনা ঘনীভূত হয়। সেই জল্পনায় এবার ঘি ঢাললেন স্বয়ং ঐশ্বরিয়া। অভিনেত্রীর হাত থেকে উধাও বিয়ের আংটি! দুবাইয়ে এক অনুষ্ঠানে বিয়ের আংটি ছাড়াই দেখা গেল তাকে। সঙ্গে ছিল মেয়ে আরাধ্যাও।
একটি ভিডিওতে দেখা যায়, ঐশ্বরিয়ার পরনে কালো পোশাক। হাতে কালো ব্যাগ। অনুষ্ঠানের আয়োজক এসে তা হাতে তুলে দেন ফুলের তোড়া। তখনই ঐশ্বরিয়ার অনামিকা নজর কাড়ে নেটাগরিকের। বিয়ের আংটি দেখতে না পেয়েই ঐশ্বরিয়া ও অভিষেকের দাম্পত্য কলহ নিয়ে ফের আলোচনা শুরু।
কিছুদিন আগে অভিষেককেও বিয়ের আংটি ছাড়া জনসমক্ষে আসতে দেখা যায়। মুম্বাইতে ছবি শিকারিদের ক্যামেরাবন্দি করা ভিডিওতে দেখা যায়, অভিষেকের আঙুলে নেই বিয়ের আংটি। এবার ঐশ্বরিয়ার হাতে আংটি না দেখতে পেয়ে বিবাহ বিচ্ছেদের জল্পনা আরও জোরালো হলো।
যদিও কিছুদিন আগেই দুবাইয়ে ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যার সঙ্গে সময় কাটিয়ে এসেছেন অভিষেক। তবে বেশ কিছু ভিডিওতে দেখা যায়, স্ত্রী ও কন্যার থেকে কিছুটা তফাতেই ছিলেন তিনি। আম্বানীদের বিয়েতেও তাদের পাশাপাশি বসতে দেখা গিয়েছিল। তাই তাদের সম্পর্কের বর্তমান সমীকরণ নিয়ে ধন্দে অনুরাগীরা।
(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এজে)