ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির গ্রেপ্তার
একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বনানীর বাসা থেকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ।
শাহরিয়ার কবিরকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন ঢাকা টাইমসকে নিশ্চিত করেন তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন।
তিনি জানান, রমনা থানার একটি মামলায় সোমবার রাত ১২টার দিকে বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আমরা তাকে ডিবিতে হস্তান্তর করেছি।
এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে ‘নির্বিচারে হত্যা ও লাশ গুম করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগে করা আবেদনে শাহরিয়ার কবিরের নাম রয়েছে। এছাড়া যাত্রবাড়ী থানায় একটি হত্যা মামলাতেও শাহরিয়ার কবিরকে আসামি করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/জেবি/এলএম/এসআইএস)