শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরের ১০ দিনের রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৭| আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৮
অ- অ+

হত্যা মামলায় গ্রেপ্তার দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টিভির সিইও মোজাম্মেল হক বাবু ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. পায়েল হোসেন এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। কিছুক্ষণের মধ্যে আসামিদের আদালতে তোলা হবে।

একাত্তর টিভির সিইও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে কাজের মেয়ে লিজাকে হত্যার অভিযোগে রমনা মডেল থানায় মামলায় রয়েছে। অন্যদিকে ভাসানটেক থানায় হওয়া একটি হত্যা মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। শাহরিয়ার কবিরের নামেও একাধিক হত্যা মামলা রয়েছে।

সোমবার সকাল ৬টার দিকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তবর্তী মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়ার মাঝামাঝি এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তসহ চারজনকে আটক করে এলাকাবাসী। এরপর তাদের ধোবাউড়া থানা পুলিশে সোপর্দ করা হয়।

মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তের আটকের খবর শুনে সোমবার দুপুরের দিকে ধুবাউড়ায় যান ডিএমপির ডিপুটি কমিশনারের নেতৃত্বে ১৬ সদস্যের একটি দল। বিকালে তারা আসামিদের ঢাকায় নিয়ে আসেন।

অন্যদিকে, সোমবার দিনগত রাত ১২টার দিকে বনানীর বাসা থেকে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৩’-এর বিজয়ীদের নাম ঘোষণা 
আমরা বারবার সাপ-লুডুর কাটায় পড়ে নিচে নামি: নজরুল ইসলাম খান
রাঙ্গুনিয়ার পলাতক আওয়ামী লীগ নেতা আইয়ুব গ্রেপ্তার
স্বাস্থ্যখাত এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে: ডা. রফিকুল ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা