টেস্ট শুরুর দুই দিন আগে ভারত গেলেন তামিম
বাকি আর দুই দিন। আগামী ১৯ সেপ্টেম্বর শুরু ভারত-বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচকে সামনে রেখে শান্ত-মিরাজরা বর্তমানে চেন্নাইয়ে অবস্থান করছেন। সেখানে চলছে টাইগারদের কঠোর অনুশীলন। ভারতের বিপক্ষে নতুন চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল। টাইগারদের এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতের উদ্দেশে দেশ ছাড়েন দেশসেরা ক্রিকেটার তামিম ইকবাল।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। তামিম অবশ্য খেলতে নয় আসন্ন সিরিজটির ধারাভাষ্যকার হিসেবেই গেছেন।
দেশ সেরা এই ওপেনার ইতোপূর্বে ধারাভাষ্য করার ইচ্ছের কথা জানিয়েছিলেন বেশ কয়েকবার। এর মাঝে বিপিএল ও নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে ধারাভাষ্য দিয়েছিলেন তামিম। গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক ধারাভাষ্যে অভিষেক হয়েছে তামিমের। মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টে তামিম মাইক্রোফোন হাতে দেশের ক্রিকেটারদের প্রশংসা করেছেন, দর্শকদের দিয়েছেন উন্মাদনা। তবে তখন তিনি ছিলেন অতিথি ধারাভাষ্যকার। এবার তামিমকে দেখা যাবে মূল ভূমিকায়।
২০২২ সালের বিপিএলে প্রথমবারের মতো ধারাভাষ্যে এসেছিলেন তামিম। ঘরের মাঠে ধারাভাষ্য করলেও এবারই প্রথম দেশের বাইরে কোনো আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্য দিতে দেখা যাবে বাংলাদেশের এই ওপেনারকে। বিষয়টি নিশ্চিত করেছে সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস।
জাতীয় দলের জার্সিতে গতবছরের সেপ্টেম্বরে সর্বশেষ খেলেছিলেন তামিম। এরপর আর তাকে আন্তর্জাতিক অঙ্গনে দেখা যায়নি। নিজেকে সরিয়ে নেন কেন্দ্রীয় চুক্তি থেকেও। এমতবস্থায় তাকে মাঠে ফেরাতে উদ্যোগ নিয়েছে বিসিবি। যদিও চলতি বছর আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন না বলে জানিয়েছেন তামিম। তামিমের সঙ্গে ধারণা করা হচ্ছে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই ফের মাঠে ফিরতে পারেন এই বাঁহাতি ব্যাটার। তামিমের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় বিসিবি।
(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এনবিডব্লিউ)