আইন কমিশনের পরামর্শক হলেন এ কে মোহাম্মদ হোসেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩২
আইন কমিশনের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন এ কে মোহাম্মদ হোসেন।
মঙ্গলবার আইন, বিচারও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব মো. রফিকুল হাসান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৯৬ সালের আইন কমিশন আইন অনুযায়ী এ কে মোহাম্মদ হোসেনকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন মাস মেয়াদে পরামর্শক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো। তিনি সরকারের সচিবের পদমর্যাদা ও সুযোগ সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এমআর)