অনুপস্থিত পুলিশ সদস্যদের আর চাকরিতে যোগ দিতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪৯ | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫১

যেসব পুলিশ সদস্য এখনো কর্মস্থলে যোগ দেননি তাদের আর যোগদানের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম বিসিএস (আনসার) ক্যাডার কর্মকর্তা ও ২৫তম ব্যাচ (পুরুষ) রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেছেন।

তিনি বলেন, “যারা অপকর্মের সঙ্গে জড়িত তাদের কিছুতেই মাফ করা হবে না। তাদের ভেতর কিছু কিছু আছে, যারা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত এজন্য তারা কর্মস্থলে যোগ দেননি। যারা ভালো তারা সবাই যোগ দিয়েছেন।”

“অনুপস্থিত পুলিশ সদস্যের সংখ্যা খুবই নগণ্য। তারা বিভিন্ন দুষ্কর্মের সঙ্গে জড়িত, এজন্য যোগদান করছেন না।” তাই এদের ধরিয়ে দিতে আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, বাংলাদেশ পুলিশের ১৮৭ জন সদস্য এখনো কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পট পরিবর্তনের পর ১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তারা কর্মস্থলে যোগদান না করে অনুপস্থিত রয়েছেন।

অনুপস্থিত পুলিশ সদস্যদের মধ্যে ডিআইজি ১ জন, অতিরিক্ত ডিআইজি ৭ জন, পুলিশ সুপার ২ জন, অতিরিক্ত পুলিশ সুপার ১ জন, সহকারী পুলিশ সুপার ৫ জন, পুলিশ পরিদর্শক ৫ জন, এসআই ও সার্জেন্ট ১৪ জন, এএসআই ৯ জন, নায়েক ৭ জন এবং কনস্টেবল ১৩৬ জন।

১৮৭ জন পুলিশ সদস্যের মধ্যে ছুটিতে অতিবাস ৯৬ জন, কর্মস্থলে গরহাজির ৪৯ জন, স্বেচ্ছায় চাকরি ইস্তফা দিয়ে কর্মস্থলে অনুপস্থিত ৩ জন এবং অন্যান্য কারণে ৩৯ জন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এলএম/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

শেখ হাসিনাকে ভারতের ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

বিজয়া দশমী: বিশেষ নিরাপত্তা ডিএমপির, প্রস্তুত বোম্ব ডিসপোজাল-সোয়াত টিম

সব সম্প্রদায়ের সমান অধিকারের দেশ গড়তে চাই: ড. ইউনূস

ভারতে পালানোর সময় কসবা সীমান্তে যুগ্ম সচিব আটক

সারজিসের বিয়ের হুজুগ তুলে নিজেই বিয়ে করলেন হাসনাত

চাকরিতে প্রবেশের বয়সসীমা কত হচ্ছে? যে সুপারিশ জনপ্রশাসন সংস্কার কমিশনের

সিরাত মাহফিলের উদ্দেশ্যে বের হয়ে ৮ দিন ধরে নিখোঁজ তৌহিদুল

মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুন্দরভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে: বিজিবি মহাপরিচালক 

গ্যাস নিয়ে মিথ্যা আশ্বাস দিতে পারব না: জ্বালানি উপদেষ্টা

এই বিভাগের সব খবর

শিরোনাম :