সাবেক লঙ্কান ক্রিকেটারকে ২০ বছরের নিষেধাজ্ঞা দিল অস্ট্রেলিয়া
বাংলাদেশের সাবেক ব্যাটিং কোচ থিলান সামারাবিরার বড় ভাই দিলীপ সামারাবিরাকে নিন্দনীয় আচরণের কারণে ২০ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। রাজ্য দল ভিক্টোরিয়ার কোচ থাকাকালীন নিন্দনীয় কার্যকলাপের জন্য তাকে এই নিষেধাজ্ঞা দিয়েছে বোর্ড।
ক্রিকেটডটকমডটএইউ'এর তথ্য অনুযায়ী, ৫২ বছর বয়সী সামারাবিরা আগামী দুই দশক অস্ট্রেলিয়ার যেকোনো রাজ্য ক্রিকেট দলে কিংবা নারী ও পুরুষদের বিগব্যাশ টি–টোয়েন্টি লিগের কোনো দলে কাজ করতে পারবেন না।
শ্রীলঙ্কার হয়ে সাতটি টেস্ট এবং পাঁচটি ওয়ানডে খেলা সামারাবিরা ২০০৮ সালে সর্বপ্রথম ক্রিকেট ভিক্টোরিয়ার ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পান। ক্রিকেট অস্ট্রেলিয়ার ইন্টেগ্রেটি ডিপার্টমেন্টের তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে নিষিদ্ধ করা হয়। সিএ'র আচরণবিধির ২.২৩ অনুযায়ী সামারাবিরা ক্রিকেটের চেতনা বিরোধী কাজে যুক্ত ছিলেন।
দীর্ঘদিন সহকারী কোচের দায়িত্ব পালন করার পর সম্প্রতি সামারাবিরাকে ভিক্টোরিয়া নারী দলের প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব পেয়ে তিনি এক ব্যক্তিকে তার অধীনে ভিক্টোরিয়া দলে নিয়োগ দিতে কর্তৃপক্ষকে চাপ প্রয়োগ করছিলেন, যা আইনসম্মত ছিল না।
এছাড়াও তার বিরুদ্ধে ভিক্টোরিয়া নারী দলের এক ক্রিকেটার সিএ'র কাছে গুরুতর অসদাচরণের অভিযোগ জানিয়েছিলেন।
এ ঘটনায় সিএ'র প্রধান নির্বাহী নিক কামিন্স বলেন, ‘সামারাবিরার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণবিধি কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তা সমর্থন করি। আমরা মনে করি, সামারাবিরা যে আচরণ করেছে, সেটি নিন্দনীয় ও ক্রিকেট ভিক্টোরিয়ার আচরণ নীতিমালার সঙ্গে একপ্রকার বিশ্বাসঘাতকতা।’
১৯৯৩ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেক হয় সামারাবিরার। সম্পর্কে তিনি আরেক সাবেক লঙ্কান তারকা থিলান সামারাবিরার বড় ভাই। শ্রীলঙ্কা জাতীয় দলে তিনি প্রথম ডাক পান বাংলাদেশের বর্তমান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বদলি হিসেবে। ১৯৯৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তার টেস্ট ক্যারিয়ার থমকে যায়।
১৯৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই তার ওয়ানডে অভিষেক হয়। এক বছর পর ভারতের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেন। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি নেই এই ক্রিকেটারের। সর্বোচ্চ ইনিংস ওয়ানডেতে ৪৯ রান।
(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এনবিডব্লিউ)