কালকিনিতে যুবকের অর্ধগলিত মর‌দেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:২০
অ- অ+

মাদারীপুরের কালকিনিতে একটি পরিত্যক্ত ডোবা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার পুয়ালী-মাদারীপুর গ্রামের ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে একটি ডোবার মধ্যে লুঙ্গি পরিহিত অর্ধগলিত এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। তার বয়স অনুমান ৪০ বছর। পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে।

স্থানীয়দের ধারণা, কে বা কারা ওই অজ্ঞাত যুবককে দুই-তিনদিন আগে হত্যা করে রাতের আঁধারে ডোবার মধ্যে ফেলে রেখে পালিয়ে গেছে।

স্থানীয় কাউন্সিলর আসাদুজ্জামান লাবু তালুকদার জানান, কারা যেন যুবককে রাতের আঁধারে হত্যা করে ডোবার মধ্যে ফেলে গেছে।

ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ 
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: চিকিৎসাধীন শিশুর মৃত্যু, চারজনের অবস্থা আশঙ্কাজনক
টাইব্রেকারে সাফ ফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা