কালকিনিতে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
মাদারীপুরের কালকিনিতে একটি পরিত্যক্ত ডোবা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার পুয়ালী-মাদারীপুর গ্রামের ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে একটি ডোবার মধ্যে লুঙ্গি পরিহিত অর্ধগলিত এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। তার বয়স অনুমান ৪০ বছর। পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে।
স্থানীয়দের ধারণা, কে বা কারা ওই অজ্ঞাত যুবককে দুই-তিনদিন আগে হত্যা করে রাতের আঁধারে ডোবার মধ্যে ফেলে রেখে পালিয়ে গেছে।
স্থানীয় কাউন্সিলর আসাদুজ্জামান লাবু তালুকদার জানান, কারা যেন যুবককে রাতের আঁধারে হত্যা করে ডোবার মধ্যে ফেলে গেছে।
এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/পিএস)