যুক্তরাষ্ট্রে আদালতের ভেতর বিচারককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৯| আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৩
অ- অ+
বিচারক মুলিন্স (ডানে) ও শেরিফ স্টাইনস

যুক্তরাষ্ট্রে আদালতের ভেতরে গুলি করে এক বিচারককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে কাউন্টি শেরিফ শন স্টাইনসকে।

আজ শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, উত্তর আমেরিকার কেন্টাকি অঙ্গরাজ্যের লেচার কাউন্টি কোর্টহাউসে ঘটনাটি ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চেম্বারে বিচারককে গুলি করে হত্যার পর কেন্টাকির একজন শেরিফকে গ্রেপ্তার করা হয়েছে।

কেন্টাকি স্টেট পুলিশ জানায়, লেচার কাউন্টি কোর্টহাউসে বাকবিতণ্ডার একপর্যায়ে একাধিকবার গুলি করা হলে জেলা বিচারক কেভিন মুলিনস ঘটনাস্থলেই মারা যান। লেচার কাউন্টি শেরিফ ৪৩ বছর বয়সী স্টাইনসকে এই হত্যার ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো জানতে পারেনি পুলিশ।

কর্মকর্তারা বলছেন, লেক্সিংটন থেকে প্রায় ২৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের শহর হোয়াইটসবার্গের আদালতে বৃহস্পতিবার স্থানীয় সময় ২টার দিকে ৫৪ বছর বয়সী মুলিনস গুলিবিদ্ধ হন।

স্থানীয় সংবাদপত্র দ্য মাউন্টেন ঈগলের মতে, শেরিফ স্টাইনস বিচারকের অফিসের বাইরে গিয়ে আদালতের কর্মচারীদের বলেন, তাকে মুলিনসের সঙ্গে একা কথা বলতে হবে। এরপর পেছনের দরজা বন্ধ করে দুজনে বিচারকের চেম্বারে প্রবেশ করেন। একপর্যায়ে বাইরের লোকেরা বন্দুকের গুলির শব্দ শুনতে পান।

ঘটনার পর শেরিফ স্টাইনস পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। আদালতেই তাকে হাতকড়া পরানো হয়।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/টিটি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা