সিংড়ার বিএনপি নেতা দাউদার মাহমুদকে শোকজ

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৫
অ- অ+

কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে মোটর সাইকেল শোডাউন করায় নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদকে শোকজ করেছে বিএনপি।

শুক্রবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠি তাকে পাঠানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলা অমান্য করে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ বিশাল মোটর সাইকেল বহর নিয়ে শোভাযাত্রা করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। দলের পক্ষ থেকে এহেন দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের যথাযথ কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য গত বুধবার বিকাল সাড়ে ৩টায় বিএনপি নেতা দাউদার মাহমুদের নেতৃত্বে সিংড়া বাসস্ট্যান্ডে থেকে চলনবিল গেট হয়ে বিয়াস বাজার পর্যন্ত বিশাল মোটর সাইকেল শোডাউন বের করা হয়। এতে ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা