কুষ্টিয়ায় পৃথক ঘটনায় নিহত ৩

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২৩:১৩
অ- অ+

কুষ্টিয়ার কুমারখালী সদরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

বুধবার বিকালে পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দৌলতপুর থানার উপ-পরিদর্শক মো. শহিদুল ইসলাম, ইবি শিক্ষার্থী মনির হোসাইন (২২) কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টের দ্বিতীয় পর্বের শিক্ষার্থী আসিফুর রহমান।

প্রথম ঘটনায় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কালুর মোড় এলাকায় ড্রাম ট্রাক মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে পুলিশ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ইবি শিক্ষার্থী মনির হোসাইন মারা যান। ঘটনায় আহত হয়েছেন আরও ৭জন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।

আহত ব্যক্তিরা হলেন, কুমারখালী উপজেলার শিলাইদহের আসাদুল ইসলাম (৬০), চর চাপড়া গ্রামের মো. আরমান (৬০) তার স্ত্রী মালেকা খাতুন (৪৫), শেরকান্দি গ্রামের হাসেন আলী (৬০), খোকসা উপজেলার গোসাইডাঙ্গি গ্রামের মমতাজ বেগম (৪০), ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া গ্রামের মো. রুহুল (১৯) রিয়াজুল (৩০)

হাইওয়ে পুলিশ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বেলা ৩টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাহেন্দ্র এবং রাজবাড়ীর থেকে আসা একটি ড্রাম ট্রাক কালুর মোড় এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ নয়জন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।

প্রত্যক্ষদর্শী হারুন অর রশিদ হারুন বলেন, ‘মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নয়জন গুরুতর আহত হলে তাদের হাসপাতালে পাঠানো হয়।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘ট্রাক মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক উপপরিদর্শক ইবির এক ছাত্র নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘাতক ট্রাক মাহেন্দ্র গাড়িটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে বিকালে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টের দ্বিতীয় পর্বের শিক্ষার্থী আসিফুর রহমান পানিতে ডুবে মারা গেছে।

আসিফুর রহমান পলিটেকনিক পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। পরে পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা