সাংবাদিক আতাউস সামাদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৪

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) প্রথিতযশা সাংবাদিক আতাউস সামাদের ১২তম মৃত্যুবার্ষিকী। বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে অতুলনীয় কর্মনিষ্ঠা, দক্ষতা, প্রজ্ঞা ও পরিশ্রমের উজ্জ্বল দৃষ্টান্ত এই ব্যক্তিত্বকে জাতি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে।

বিবিসি খ্যাত এই সাংবাদিকের জন্ম ১৯৩৭ সালের ১৬ নভেম্বর। ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। সাংবাদিকতায় হাতেখড়ি ১৯৫৬ সালে সাপ্তাহিক সচিত্র সন্ধানীতে। কাজ করেছেন সংবাদ, আজাদ, পাকিস্তান অবজারভার, দি সান, বাংলাদেশ সংবাদ সংস্থা, বাংলাদেশ টাইমসে।

আতাউস সামাদ ১৯৮২ থেকে ’৯৫ সাল পর্যন্ত বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে বাংলাদেশ সংবাদদাতা হিসেবে কাজ করেন। স্বৈরাচারী এরশাদের আমলে তাকে কারাবরণ করতে হয়। তিনি পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন দুবার।

জাতীয় প্রেস ক্লাবের আজীবন সদস্য আতাউস সামাদ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন। আজকের অনেক স্বনামধন্য সাংবাদিকের শিক্ষক ছিলেন তিনি। তাঁর প্রকাশিত বই ‘এ কালের বয়ান’।

এদিকে আতাউস সামাদ স্মৃতি পরিষদের আহ্বায়ক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আতাউস সামাদের স্মরণে বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক হলে এক স্মৃতিসভার আয়োজন করা হয়েছে। এতে সম্পাদক, সিনিয়র সাংবাদিক এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

২০ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের ঘটনায় সিপিজের উদ্বেগ

বিটিভিতে জেলা প্রতিনিধি হিসেবে কাজের সুযোগ, লাগবে যে যোগ্যতা

বিএফইউজের সাবেক সভাপতি মোল্লা জালাল গ্রেপ্তার, কী অভিযোগ সাংবাদিক নেতার বিরুদ্ধে?

ইরাবের নতুন সভাপতি ফারুক, সম্পাদক সালমান

চাকরি: সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ, ভিডিওগ্রাফার, অফিস সহকারী, গাড়ি চালক নেবে ঢাকা টাইমস

গণমাধ্যমের পরাজয়ই রাষ্ট্রের পরাজয়, এটা হতে দেওয়া যাবে না: কাদের গণি চৌধুরী

এবার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পাচ্ছেন রেযা খান

সিনিয়র সাব এডিটর, রিপোর্টার, প্রেজেন্টার, ভিডিওগ্রাফার নেবে ঢাকা টাইমস

সংবাদপত্র হচ্ছে গণতন্ত্রের চোখ: কাদের গনি

মা হারালেন সাংবাদিক মুরসালিন নোমানী

এই বিভাগের সব খবর

শিরোনাম :