ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত বাতিলের আহ্বান লায়ন ফারুকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৬| আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৮
অ- অ+

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান বলেছেন, “ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। কিন্তু এ দেশের জনগণ উচ্চদামের কারণে ঠিকভাবে ইলিশ মাছ খেতে পায় না। তাই আগে দেশের মানুষের চাহিদা পূরণ করতে হবে। এ জন্য আমরা অন্তর্বর্তী সরকারকে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিলের আহ্বান জানাচ্ছি। অন্যথায় দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো ও জনগণ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”

বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নিয়ে সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দেওয়া বক্তব্য এবং অন্তর্বর্তীকালীন সরকারের দেশের জনগণের চাহিদা পূরণ না করেই ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদে গণঅধিকার পরিষদের একাংশের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

লায়ন ফারুক রহমান বলেন, “ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ সম্প্রতি অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা ঔদ্ধত্যপূর্ণ; বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে আঘাতের শামিল। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে তার এই বক্তব্য অনতিবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানাই।”

লেবার পার্টির এই চেয়ারম্যান বলেন, “আমরা দেশের জনগণের জন্য রাজনীতি করি; জনগণের পাশে আছি, থাকব। দেশের সব ক্রান্তিকালে বাংলাদেশ লেবার পার্টি সোচ্চার ছিল; আগামীতেও যে কোনো আন্দোলন-সংগ্রামে আমরা রাজপথে থাকব ইনশাআল্লাহ।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, সদস্য সচিব ফারুক হাসান, কেন্দ্রীয় নেতা তারেক রহমান, ইঞ্জিনিয়ার এস ফাহিম, আরিফ বিল্লাহ, শাহ আজাদ আলী সুমন, আব্দুল্লাহ, ফয়সাল আহমেদ, লেবার পার্টির দলীয় মুখপাত্র শরিফুল ইসলাম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/জেবি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফের আলোচনায় সেই হ্যাপি, মুফতি স্বামীর বিরুদ্ধে মামলা
এলো পোস্টার, কবে শুরু ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজন?
আগামী পাঁচ দিন ঝরবে বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণ
সিগারেটের প্যাকেটের দাম সর্বনিম্ন ৯০ টাকা করার দাবি ডর্‌প যুব ফোরামের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা