দুর্নীতির সংবাদ প্রকাশের পর মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাকমো সাইফুলকে বদলি

দুর্নীতির সংবাদ প্রকাশের পর কুমিল্লার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) সাইফুল ইসলামকে বদলি করা হয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. অং সুই প্রু মারমা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে চট্টগ্রাম বাঁশখালিতে একই পদে বদলি করা হয়।
জানা যায়, সাইফুল ইসলামের বিরুদ্ধে কমিশন বাণিজ্যসহ নানা অভিযোগ উঠে। তিনি রোগীদের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানোসহ কমিশন বাণিজ্য করে যাচ্ছিলেন। কমিশনের লোভে অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও করান তিনি। এমনকি নিজের পছন্দের প্রতিষ্ঠান থেকে রোগীদেরকে পরীক্ষা-নিরীক্ষা করিয়ে আনতে বাধ্য করা হয়।
মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাকমো সাইফুলের বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ
এ বিষয়ে গত ১৮ সেপ্টেম্বর ঢাকা টাইমসসহ কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। এরপর কর্তৃপক্ষ তদন্ত করে তাকে বদলির আদেশ দেন এবং আদেশ জারির চার কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেন কর্তৃপক্ষ।
(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এফএ)

মন্তব্য করুন