শিরোপা তুমি কার? ভারত না বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০৭

বর্তমানে বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। সেটা ফুটবল, ক্রিকেট কিংবা সিনিয়র-জুনিয়র যে কোনো খেলাই হোক না এই দুই দলের লড়াই নিয়ে থাকে সবার বাড়তি আগ্রহ। কানপুরে চলছে বাংলাদেশ-ভারতের মধ্যকার টেস্টে সিরিজ অন্য দিকে আজ বাংলাদশে সময় সন্ধ্যা ছয়টায় ভুটানের চাংলিমিথাংয়ে বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে শিরোপার জন্য ভারতের বিপক্ষে লড়বে।

প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি মেলাতে পারেননি বাংলাদেশের কিশোররা। বিবর্ণ বাংলাদেশ গ্রুপ পর্ব পার হয় অন্য ম্যাচের ফল পক্ষে আসায়। এর পর সেমিফাইনালে কামব্যাকের গল্প। অনূর্ধ্ব-১৭ সাফের শেষ চারে পাকিস্তানের বিপক্ষে টাইব্রেকারে জয়ে ফাইনালে ওঠা বাংলাদেশ এখন ট্রফির স্বপ্ন দেখছে। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় ভারতের মুখোমুখি হবে সাইফুল বারী টিটুর দল। এই ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরেছিল বাংলাদেশ। বয়সভিত্তিক এ প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নও প্রতিবেশী দেশটি।

ফাইনালে ওঠার লড়াইয়ের আগ পর্যন্ত একটি গোলও হজম করেনি ভারত। সেমিফাইনালে নেপালকে চার গোল দিয়ে তারা খেয়েছে দুই গোল। আর বাংলাদেশ গ্রুপ পর্বে মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করে। এর পর সেমিফাইনালে নিজের সেরা পারফরম্যান্স করে পাকিস্তানকে হারায়।

সেই ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস ভারতের বিপক্ষে ফাইনালে বড় প্রেরণা কোচ টিটুর, ‘কোনো সন্দেহ নেই, ভারত এগিয়ে। যদি তাদের খেলোয়াড়দের দেখেন, টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি তারা পরিণত, আমি এটাই দেখেছি। তবে ছেলেরা যেভাবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে পারফরম্যান্স করেছে, তাদের নিয়ে আমি গর্বিত। আমি মনে করি, এটা তাদের আত্মবিশ্বাস দেবে। তবে ভারত ভালো দল, তারা শিরোপাধারী, তাদের বিপক্ষে আমাদের সেরাটা দিতে হবে।’

বয়সভিত্তিক এ সাফে একবার ট্রফি জিতেছিল বাংলাদেশ; ২০১৮ সালে। পরের বছর হওয়া টুর্নামেন্টে শিরোপার স্বাদ পেয়েছিল ভারত। কাগজে-কলমে শক্তির বিচারে ভারতকে এগিয়ে রাখলেও নিজের শিষ্যদের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ কোচ টিটু, ‘আমি মনে করি, আমাদের ছেলেদেরও সামর্থ্য আছে। ফাইনাল ফাইনালের মতোই হওয়া উচিত। সবাই নিজেদের সেরাটা দিতে চাইবে। কোচেরাও চাইবেন প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ নিতে, শিরোপা জিততে। আমাদেরও একই লক্ষ্য– ট্রফি জেতা। আমরা জানি, লক্ষ্যপূরণ কঠিন, বিশেষ করে ভারতের বিপক্ষে। ভারত যেভাবে খেলছে, তাদের বিপক্ষে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে।’

দক্ষিণ এশিয়ার ফুটবলে বয়স ভিত্তিক শিরোপার লড়াইটা মূলত বাংলাদেশ-ভারতের মধ্যেই। ভারত সাফের বয়স ভিত্তিক এই আসরে সর্বশেষ চ্যাম্পিয়ন। তবে এবার বাংলাদেশে ট্রফি নিয়ে ফিরতে চান বাংলাদেশের অধিনায়ক ইশফাক আহমেদ। তিনি ফাইনালে বাড়তি চাপ না নিয়ে খেলতে চান, ‘ফাইনালে সবসময়ই অতিরিক্ত চাপের। আমরা স্বাভাবিক খেলা খেলেই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হতে চাই।’

(ঢাকাটাইমস/৩০ সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ক্রিকেটারদের ধরে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

স্বাধীনভাবে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন শামসি

রবিবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামার আগেই দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে

৩ ভাইকে সঙ্গে নিয়ে বিয়ের পিঁড়িতে রশিদ খান

দেশের মাটিতেই শেষ টেস্ট খেলবেন সাকিব, চাওয়া আসিফের

এক দশক পর বিশ্বকাপে বাংলাদেশের জয়, যা বললেন অধিনায়ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে জয় পেল বাংলাদেশের মেয়েরা

ইউআইটিএস ইন্টার-ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, শিরোপা ইংলিশ ফ্যালকনের

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে মিরাজ

এই বিভাগের সব খবর

শিরোনাম :