নারায়ণগঞ্জে ত্বকী হত্যায় আরেক আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জে আলোচিত স্কুলছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় আব্দুল্লাহ আল মামুন (৪০) নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাতে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। তিনি বরিশাল সদরের চরমোনাই এলাকার আব্দুর রহিমের ছেলে।
র্যাব জানায়, আসামি মামুন দীর্ঘদিন ধরে ঢাকায় আত্মগোপনে ছিলেন। সোমবার দিবাগত রাতে তাবলীগ জামাতের ছদ্মবেশে ঢাকা থেকে খাগড়াছড়ির রামগড় যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়িগামী বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। আগামী ৬ অক্টোবর মামলার রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে। আসামিকে কারাগারে পাঠানো হয়।
এর আগে ত্বকী হত্যা মামলায় গত ৮ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আরও পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন জামশেদ শেখ, সাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া, কাজল হাওলাদার এবং ইয়ার মোহাম্মদ পারভেজ। তারা বর্তমানে নারায়ণগঞ্জ কারাগারে রয়েছেন। এদের মধ্যে কাজল হাওলাদার গত ১৫ সেপ্টেম্বর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
(ঢাকাটাইমস/১অক্টোবর/মোআ)