ফরিদপুর মেডিকেল কলেজের ৮ ডাক্তার ও ৭ শিক্ষার্থীকে শাস্তি দিলো একাডেমিক কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৪, ১৭:১৬
অ- অ+

ফরিদপুর মেডিকেল কলেজের ৮ ডাক্তার ও ৭ শিক্ষার্থীকে কলেজ ক্যাম্পাস থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দুই ডাক্তারের বিএমডিসি সার্টিফিকেট স্থগিত করার সুপারিশ ও মামলার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া পাঁচজনের ইন্টার্নশিপ স্থগিত করা হয়েছে। আর সাত শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

মেডিকেল কলেজের শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে একাডেমিক কাউন্সিল এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। বুধবার (২ অক্টোবর) দুপুর ১২টায় মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. দিলরুবা জেবার সভাপতিত্বে কলেজের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

শাস্তি পাওয়া চিকিৎসকরা হলেন, এফ-২৬ ব্যাচের শিক্ষার্থী ডা. মাশতুরা মোশারফ ঐষিকা, ডা. ইমরুল হাসান জীম, ডা. নুজহাত তাবাস্সুম, এফ-২৭ ব্যাচের শিক্ষার্থী ডা. নাঈম আল ফুয়াদ খান, ডা. সৌরভ পাল, ডা. আশ্রাফুল কবির নাহিদ, ডা. আল নাহিয়ান খান, ডা. ইমরান হোসেন, অনুজ বিশ্বাস, এফ ২৮ ব্যাচের শিক্ষার্থী আজিজুল হক প্রান্ত ও সাদমান প্রান্ত, এফ-২৯ ব্যাচের শিক্ষার্থী ইফতেখার আহমেদ, মাসুক উল্যাহ মুগ্ধ, এফ-৩০ ব্যাচের শিক্ষার্থী আরিফুর ফারহান ও প্রান্তিক চন্দ্র মোহন্ত।

উল্লেখ্য, শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে ১৪ সেপ্টেম্বর গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাডেমিক কাউন্সিল জানিয়েছে।

(ঢাকাটাইমস/০২অক্টোবর/পিএস/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা