টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে জয় পেল বাংলাদেশের মেয়েরা
২০১৪ সাল। তারপর কেটে গেল ১০ বছর। এই এক দশক পর টি—মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের দেখা পেল বাংলাদেশ। বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে নিগার সুলতানার দল।
আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের সংগ্রহ খুব একটা বড় ছিল না। তবে ৭ উইকেটে ১১৯ রানের সঞ্চয় নিয়ে বোলাররা এনে দিলো জয়। রান তাড়ায় স্কটল্যান্ডের ইনিংস থামে ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রানে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ জিতেছিল ২০১৪ সালে। সেবার দেশের মাটিতে সিলেটে নবম স্থান নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে ১৭ রানে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা।
(ঢাকাটাইমস/০৩অক্টোবর/ডিএম)