শেখ হাসিনার ১৭ বছরের সকল অপকর্মের বিচার করতে হবে: এসএম জিলানী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৪, ১৯:১৮

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন, বিগত ১৭ শেখ হাসিনার যে অপকর্ম করেছে সেগুলোর এখনো মামলা হয় নাই, এই বৈষম্য করা যাবে না। তার সকল অপকর্মের বিচার করতে হবে।

তিনি বলেন, আমাদের দাবি ছিল বাংলাদেশের মানুষের দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারে নাই, সেই ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। দাবি ছিলে বাংলাদেশের মানুষ পথে-প্রান্তরে মানুষ মন খুলে কথা বলতে পারবে কিন্তু সেই কথা বলার অধিকার আদায়ের আন্দোলনেও অনেককে জীবন দিতে হয়েছে।

শুক্রবার বিকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জমিদার হাট এলাকায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে জেলা ভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক পথসভায় তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী বলেন, ‘অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য দীর্ঘ ১৭ টি বছর আপনাদের নিয়ে লড়াই সংগ্রাম করেছি কিন্তু আপনারা দেখেছেন সেই লড়াই সংগ্রাম করতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের উপরে কি পরিমাণে জুলুম নির্যাতন করা হয়েছে। একের পর এক মামলা দেওয়া হয়েছে, দিনের পর দিন কারাগারে রুদ্ধ করা হয়েছে। আমরা দেখেছি চৌধুরী আলম ও ইলিয়াস আলীসহ প্রায় ৬০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে। শেখ হাসিনা আয়না ঘরে গুম করে অমানুষিক নির্যাতন করা হয়েছে। আমরা দেখেছি যখনই কোনো আন্দোলনের কর্মসূচি এসেছে, বাংলাদেশের গণমানুষের ন্যায় সংগত আন্দোলন সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে করেছি, তখনই কেউ ঘরে ঘুমাতে পারে নাই। কেউ নদীর চরে, কেউ গোয়াল ঘরে, কেউ হাসপাতালের বারান্দায় রাত কাটিয়েছে। সেখান থেকে এসে আবার রাজপথে আন্দোলন করেছে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। তারপরও ফ্যাসিস্ট হাসিনা সরকারের শত নির্যাতনের পরও বিএনপি নেতাকর্মীরা হিমালয়ের অসীম সাহস নিয়ে রাজপথে দাঁড়িয়েছেন ও প্রতিবাদ করেছেন।’

তিনি আরও বলেন, ‘দেড় মাস হয়ে গেছে, পতিত আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে। গত দুই দিন আগে দেখেছি নোয়াখালীর এক গডফাদারকে র‍্যাব গ্রেপ্তার করেছে। ওনার অবস্থা দেখে মনে হলো ওনি কত দিন ধরে খান নাই, ওনাকে দেখে মায়া লেগেছে। কিন্তু আমরা এই নোয়াখালী মাটিতে দেখেছি বিএনপি নেতাকর্মী যখন কারাগারে গিয়েছে ওনি নিজে গিয়ে জেলারকে বলছেন বিএনপি নেতাকর্মীদের ডাণ্ডাবেরি পড়াতে হবে। কিন্তু এখনো আমরা এ কাজটা করি নাই। ’

তিনি বলেন, বিভিন্ন জায়গায় শেখ হাসিনার নামে মামলা হচ্ছে, পালিয়ে যাওয়ার আগে নির্বিচারে ছাত্র-জনতাকে তিনি হুকুম দিয়ে হত্যা করার অভিযোগে। প্রায় ১৪শ ছাত্র-জনতাকে হত্যা করেছেন, ২১ হাজারের বেশি ছাত্র-জনতাকে গুলিবিদ্ধ করে আহত করেছে। তারা এখন বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এগুলো ব্যাপারে শেখ হাসিনার মামলা হয়েছে। কিন্তু দেড় যুগ জনসাধারণের উপর যে অত্যাচার চালিয়েছে তার বিচারও এ মাটিতে করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মো:রাসেল খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহামদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো:জহিরুল ইসলাম তারেক, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

(ঢাকাটাইমস/০৪অক্টোবর/জেবি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

জনদুর্ভোগে জড়িতদের বিরুদ্ধে আইনগত এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে: আমিনুল 

ভোলা-২ আসনের সাবেক এমপি আলী আজম মুকুল গ্রেপ্তার

ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: রবি

প্রশাসন থেকে গণহত্যায় সহায়তাকারীদের সরাতে হবে: জুয়েল

বিপ্লবের ১০০ দিন পর ইনডেমনিটি অর্ডিন্যান্সের প্রয়োজন কেন, প্রশ্ন মঈন খানের

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ গঠন, প্রেসিডেন্ট তারেক রহমান

জনগণ প্রত্যাখ্যান করে এমন পথে এগোবেন না: ফারুক

স্বার্থপরের মতো পালিয়ে গেছেন শেখ হাসিনা: রিজভী 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রোজি কবির মারা গেছেন

১০ বিভাগীয় শহরে সমাবেশ করবে বিএনপি, লক্ষ্য কী? নির্বাচনি রোডম্যাপের দাবি জোরালো করা?

এই বিভাগের সব খবর

শিরোনাম :