অক্টোবরের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এসেছে ৪২৫ মিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২৪, ২৩:১৮

চলতি অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনে বিশ্বের বিভিন্ন দেশে থেকে প্রবাসী বাংলাদেশিরা প্রায় ৪২৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) যা ৫ হাজার ৯৯ কোটি ৬১ লাখ টাকারও বেশি। গত বছর একই সময়ে ৩২৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল।

রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, এসব রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ও বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে প্রেরিত অর্থ এসেছে ১২৩.০৪ মিলিয়ন মার্কিন ডলার। বেসরকারী ব্যাংকগুলো মাধ্যমে এসেছে বাকি ৩০০.২০ মিলিয়ন মার্কিন ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১.৪৮ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত প্রবাসী বাংলাদেশীরা প্রায় ৭০০ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছে, যা গত বছর একই সময়ে ছিল ৫০০ কোটি মার্কিন ডলারের কিছু বেশি।

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/এমআর)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :