সালথায় মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে দিলেন মা-বাবা, তিন মাসের দণ্ড

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৮:১৭ | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৪, ০০:১০

ফরিদপুরের সালথায় মাদকাসক্ত ছেলের অত্যাচার সইতে না পেরে সন্তানকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছেন মা-বাবা। রবিবার (৬ অক্টোবর) দুপুরে ছেলে সবুজ তালুকদারকে (২৩) আদালতে সোপর্দ করেন বাবা মো. মঙ্গল তালুকদার।

পরে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। মো. মঙ্গল তালুকদারের উপজেলার আটঘর ইউনিয়নের চাদপুর গ্রামে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সবুজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগার করার জন্য মাঝে মাঝেই বাড়িতে ঝামেলা করেন তিনি। এমনকি মা-বাবাকে মারধরসহ নির্যাতন ও অত্যাচার করতেন। এমন অবস্থায় ছেলের অত্যাচার সইতে না পেরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে লিখিত আবেদন করেন মা-বাবা। পরে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম ভুক্তভোগী বাবা-মায়ের বাড়িতে গিয়ে সবুজকে আটক করে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিচুর রহমান বালী বলেন, মা-বাবার আবেদনের প্রেক্ষিতে রবিবার দুপুরে নিজ বাড়ি থেকে মাদক সেবন অবস্থায় সবুজকে আটক করে আনা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :