সালথায় মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে দিলেন মা-বাবা, তিন মাসের দণ্ড

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৪, ০০:১০| আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৮:১৭
অ- অ+

ফরিদপুরের সালথায় মাদকাসক্ত ছেলের অত্যাচার সইতে না পেরে সন্তানকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছেন মা-বাবা। রবিবার (৬ অক্টোবর) দুপুরে ছেলে সবুজ তালুকদারকে (২৩) আদালতে সোপর্দ করেন বাবা মো. মঙ্গল তালুকদার।

পরে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। মো. মঙ্গল তালুকদারের উপজেলার আটঘর ইউনিয়নের চাদপুর গ্রামে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সবুজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগার করার জন্য মাঝে মাঝেই বাড়িতে ঝামেলা করেন তিনি। এমনকি মা-বাবাকে মারধরসহ নির্যাতন ও অত্যাচার করতেন। এমন অবস্থায় ছেলের অত্যাচার সইতে না পেরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে লিখিত আবেদন করেন মা-বাবা। পরে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম ভুক্তভোগী বাবা-মায়ের বাড়িতে গিয়ে সবুজকে আটক করে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিচুর রহমান বালী বলেন, মা-বাবার আবেদনের প্রেক্ষিতে রবিবার দুপুরে নিজ বাড়ি থেকে মাদক সেবন অবস্থায় সবুজকে আটক করে আনা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণই ঠিক করবেন কে কাকে লাল কার্ড দেখাবে: ডা. জাহিদ
ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জন প্রত্যাহার
আগ্নেয়াস্ত্র ব্যবহারে নতুন নীতিমালা, জানুন কী পরিবর্তন এলো
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা