বিশিষ্ট শিল্পপতি এস এম আবু মহসীন মারা গেছেন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৪, ১৮:৪৩
অ- অ+

দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি, সমাজসেবক, শিক্ষানুরাগী এস এম আবু মহসীন মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামে নিজ বাসভবনে ঘুমন্ত অবস্থায় ডায়েবেটিকসজনিত অসুস্থতার তার কারণে তার মৃত্যু হয়।

এস এম মহসীন চট্টগ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা এস এম মোজাহেরুল হক মোজাহের গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা।

এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান মহসীন উদ্যোক্তা হিসেবে গড়েছেন মহসীন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। তিনি সেন্ট্রাল হসপিটাল লিমিটেডের পরিচালক ছিলেন।

এছাড়া তিনি অ্যালায়েন্স ডিপ সি ফিশিং লিমিটেড, জেএম শিপিং লাইনস, ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এবং ব্রাদার্স অক্সিজেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

শিক্ষানুরাগী ও সমাজসেবী হিসেবে মহসীন অনেক সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। ব্যক্তিগত জীবনে অজাতশত্রু, সদাহাস্যজ্জ্বো মহসিন সবমহলে সকলের প্রিয়পাত্র ছিলেন।

(ঢাকাটাইমস/০৭অক্টোবর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা