শেরপুরে বন্যাকবলিতদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

শেরপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৪, ২০:৫৬
অ- অ+

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে শেরপুরে বন্যাকবলিতদের মাঝে সেনাবাহিনীর ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে জেলার নকলা, নালিতাবাড়ী ও ঝিনাইগাতীসহ বিভিন্ন এলাকায় ওইসব ত্রাণ বিতরণ করা হয়।

এদিন জেলার বন্যার্ত হাজার হাজার মানুষের মাঝে ত্রাণসামগ্রী তুলে দেন সেনাবাহিনীর ১৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল হাসান হাফিজুল হক।

এসময় শেরপুর জেলা ক্যাম্প কমান্ডার মেজর তাউসিফ বিন হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ত্রাণ সামগ্রী মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, লবণ, পেয়াজ, মোমবাতি, দিয়াশলাই ইত্যাদি।

এছাড়া বন্যার্তদের মাঝে রান্না করা খাবারও বিতরণ করা হয়।

সেনাবাহিনীর ১৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসান হাফিজুল হক বলেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নির্দেশনায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী।

(ঢাকা টাইমস/০৭অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে সেনাবাহিনীর অভিযান: শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আটক
জামালপুরে এসএসসি পরীক্ষায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জুলাই গণহত্যার চিত্রপ্রদর্শনী পালন করবে ‘প্যাট্রয়টস অব বাংলাদেশ’
মোহাম্মদপুরের কিশোর গ্যাং লিডার ফালান সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা