বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তানই ইংল্যান্ডের বিপক্ষে গড়লো রানের পাহাড়

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২৪, ১৮:১৩

মাত্র কয়েকদিন আগেই নিজেদের ঘরের মাঠেই বাংলাদেশের কাছে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। এবার তারাই ইংল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে। নিজেদের ঘরের মাঠে ইংলিশ বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে রানের পাহাড় গড়েছে তারা।

তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সোমবার (৭ অক্টোবর) ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। মঙ্গলবার দ্বিতীয় দিনে অলআউট হওয়ার আগে প্রথম ইনিংস শেষে স্বাগতিকদের সংগ্রহ ৫৫৬ রান। দলের হয়ে সর্বোচ্চ ১৫১ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক শান মাসুদ। ১৮ রানের আক্ষেপ নিয়ে সাউদ শাকিল মাঠ ছাড়লেও সেঞ্চুরি হাঁকিয়েছেন আব্দুল্লাহ শফিক ও সালমান আলী আঘা।

ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জ্যাক লিচ। ২টি করে উইকেট পকেটে পুরেছেন গাস আটকিনসন ও ব্রাইডন কার্সে। দ্বিতীয় দিনের শেষ সেশনে ব্যাট করছে ইংল্যান্ড।

প্রথমদিনই বড় স্কোর গড়ার ইঙ্গিত দিয়েছিলো পাকিস্তান। ওপেনার আবদুল্লাহ শফিকের ১০২ এবং অধিনায়ক শান মাসুদের ১৫১ রানে ভর করে দ্বিতীয় উইকেটে অনবদ্য ২৫৩ রানের জুটি গড়ে তুলেছিলেন। দিন শেষে পাকিস্তানের স্কোর ছিল ৪ উইকেটে ৩২৮ রান।

সউদ শাকিল ৩৫ এবং নাসিম শাহ শূন্য রান নিয়েই দ্বিতীয় দিন ব্যাট করতে নামেন। আজ সকালে ৬৪ রানের জুটি গড়ে এ দু’জন বিচ্ছিন্ন হন। ৮১ বল খেলে ৩৩ রান করে আউট হন নাসিম শাহ। ১৭৭ বল খেলে ৮২ রান করেন সউদ শাকিল।

মোহাম্মদ রিজওয়ান কোনো রান করতে না পারলেও আট নম্বরে নামা আগা সালমান দ্রুত রান তুলতে থাকেন। ফলে ১০৮ বলেই সেঞ্চুরি পূরণ করেন তিনি। ১৫ টেস্টের ক্যারিয়ারে এটা তার তৃতীয় সেঞ্চুরি। ১০৪ রানে অপরাজিত থেকে যান তিনি। শাহিন শাহ আফ্রিদি করেন ২৬ রান।

ইংলিশ বোলারদের মধ্যে জ্যাক লিচ ৩টি, গাস অ্যাটকিনসন এবং ব্রাইডন কার্স ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন ক্রিস ওকস, শোয়াইব বশির ও জো রুট।

(ঢাকাটাইমস/০৮ অক্টোবর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

লড়াই করেও অস্ট্রেলিয়ার কাছে হারল পাকিস্তান

আইপিএল: সর্বোচ্চ দামি ক্রিকেটারকে রাখল না কলকাতা, যা বললেন মিচেল স্টার্ক

বরখাস্ত হওয়া টেন হ্যাগের কাছে ক্ষমা চাইলেন ব্রুনো ফার্নান্দেস

চলতি মাসেই মাঠে নামবে আর্জেন্টিনা-ব্রাজিল, কবে কোথায় খেলা

আফগানিস্তান সিরিজের আগে ভিসা জটিলতায় দুই ক্রিকেটার নাসুম-রানা

বিপিএলকে নতুনভাবে সাজাতে উদ্যোগ নিয়েছে বিসিবি 

দেড় মাসের মাথায় দুইবার ফিফা বিশ্বকাপ জিতল উত্তর কোরিয়া

নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাইয়ের পর ‘বিশেষ ক্ষমতা’ হারাচ্ছেন গম্ভীর!

জাতীয় দলে ফেরার বিষয়ে যা জানালেন তামিম ইকবাল

এল-ক্লাসিকোর পর কাতালান ডার্বিতেও সহজ জয় পেলো বার্সেলোনা

এই বিভাগের সব খবর

শিরোনাম :