বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তানই ইংল্যান্ডের বিপক্ষে গড়লো রানের পাহাড়
মাত্র কয়েকদিন আগেই নিজেদের ঘরের মাঠেই বাংলাদেশের কাছে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। এবার তারাই ইংল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে। নিজেদের ঘরের মাঠে ইংলিশ বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে রানের পাহাড় গড়েছে তারা।
তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সোমবার (৭ অক্টোবর) ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। মঙ্গলবার দ্বিতীয় দিনে অলআউট হওয়ার আগে প্রথম ইনিংস শেষে স্বাগতিকদের সংগ্রহ ৫৫৬ রান। দলের হয়ে সর্বোচ্চ ১৫১ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক শান মাসুদ। ১৮ রানের আক্ষেপ নিয়ে সাউদ শাকিল মাঠ ছাড়লেও সেঞ্চুরি হাঁকিয়েছেন আব্দুল্লাহ শফিক ও সালমান আলী আঘা।
ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জ্যাক লিচ। ২টি করে উইকেট পকেটে পুরেছেন গাস আটকিনসন ও ব্রাইডন কার্সে। দ্বিতীয় দিনের শেষ সেশনে ব্যাট করছে ইংল্যান্ড।
প্রথমদিনই বড় স্কোর গড়ার ইঙ্গিত দিয়েছিলো পাকিস্তান। ওপেনার আবদুল্লাহ শফিকের ১০২ এবং অধিনায়ক শান মাসুদের ১৫১ রানে ভর করে দ্বিতীয় উইকেটে অনবদ্য ২৫৩ রানের জুটি গড়ে তুলেছিলেন। দিন শেষে পাকিস্তানের স্কোর ছিল ৪ উইকেটে ৩২৮ রান।
সউদ শাকিল ৩৫ এবং নাসিম শাহ শূন্য রান নিয়েই দ্বিতীয় দিন ব্যাট করতে নামেন। আজ সকালে ৬৪ রানের জুটি গড়ে এ দু’জন বিচ্ছিন্ন হন। ৮১ বল খেলে ৩৩ রান করে আউট হন নাসিম শাহ। ১৭৭ বল খেলে ৮২ রান করেন সউদ শাকিল।
মোহাম্মদ রিজওয়ান কোনো রান করতে না পারলেও আট নম্বরে নামা আগা সালমান দ্রুত রান তুলতে থাকেন। ফলে ১০৮ বলেই সেঞ্চুরি পূরণ করেন তিনি। ১৫ টেস্টের ক্যারিয়ারে এটা তার তৃতীয় সেঞ্চুরি। ১০৪ রানে অপরাজিত থেকে যান তিনি। শাহিন শাহ আফ্রিদি করেন ২৬ রান।
ইংলিশ বোলারদের মধ্যে জ্যাক লিচ ৩টি, গাস অ্যাটকিনসন এবং ব্রাইডন কার্স ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন ক্রিস ওকস, শোয়াইব বশির ও জো রুট।
(ঢাকাটাইমস/০৮ অক্টোবর/এনবিডব্লিউ)