ভারতের বিপক্ষে হারের দায় মিরপুরের উইকেটকে দিলেন তাসকিন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৪, ১২:৫৭
অ- অ+

বাংলাদেশর ক্রিকেটে বর্তমানে অন্যতম প্রধান সমস্যা ব্যাটিং ব্যর্থতা। ব্যাটিংয়ে নামলেই যেনো খেই হারিয়ে ফেলছেন টাইগার ব্যাটাররা। ফরম্যাট, ভেন্যু কিংবা প্রতিপক্ষ বদলালেও বদলায় না বাংলাদেশের ব্যাটিং দুরাবস্থা। প্রত্যেক ম্যাচেই যেনো একই গল্পের পুনরাবৃত্তি। বিশেষ করে দেশের বাইরে কোনো ভাবেই সফল হতে পারছে না টাইগার ব্যাটাররা। এর কারণ হিসেবে মিরপুরের উইকেটকে দায়ী করেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

ঘরের মাঠে বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ খেলে মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে। এমনকি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মতো গ্ল্যামারাস আসরগুলোও মিরপুর কেন্দ্রিক হয়। যেই মিরপুরে সবচেয়ে বেশি ম্যাচ খেলে বাংলাদেশে সেখানকার উইকেটই সবচেয়ে বেশি সমালোচিত। এই মাঠে রান তুলতে রীতিমতো যুদ্ধ করতে ব্যাটারদের। আধুনিক টি-টোয়েন্টিতে ২০০ রান এখন ডাল-ভাত। অথচ মিরপুরে দুইশোর্ধ্ব রানের ইনিংস দেখতে পাওয়াটা ভাগ্যের ব্যাপার!

মিরপুরের এমন বোলিং সহায়ক উইকেটে খেলে অভ্যস্ত হওয়ায় দেশের বাইরে গিয়েও সুবিধা করতে পারছে না বাংলাদেশ। গতকাল দিল্লিতে ভারতের বিপক্ষে হারের পর এমন মন্তব্য করেছেন তাসকিন আহমেদ। তিনি বলেন, 'ওরা (ভারত) বিশ্বের সেরা দল। ওরা আমাদের চেয়ে অভিজ্ঞ। ওদের কন্ডিশনে তো ওরা ভালোই। উইকেট পড়লেও ওরা আমাদের বোলারদের বিপক্ষে চড়াও হয়েছে। বড় স্কোর হওয়ায় মারতে গিয়ে আমরা দ্রুত উইকেট হারিয়েছি, ছন্দ হারিয়েছি।'

ভালো উইকেটে ব্যাটিং-বোলিং নিয়ে তাসকিন বললেন, ‘ওদের মতো শুয়ে-বসে খেলতে গেলে আমাদের দেশে হয়তো বল মুখে লাগবে। ওরা ছোট থেকেই ভালো উইকেটে খেলে এভাবে খেলার অভ্যাস করেছে।’

আইপিএলের প্রসঙ্গ টেনে তাসকিন বলেন, ‘এটা অবশ্যই একটা ব্যাপার। আইপিএলে বেশির ভাগ ম্যাচই হাই স্কোরিং হয়। ওরা জানে কিভাবে হাই স্কোরিং রান তাড়া করতে হয়, হাই স্কোর কিভাবে করতে হয়। ওদের কাছে ১৮০-২০০ রান খুবই স্বাভাবিক। আমাদের জন্য যেটা ঘরের মাঠে ১৩০, ১৪০, ১৫০ রান। সুতরাং আমাদের এই অভ্যাসটা কিন্তু খুবই কম, এটা বাস্তবতা।’

(ঢাকাটাইমস/১০ অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
শহীদ জিয়া’র মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
ভালুকায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা