দেশি কোচ নিয়ে তামিমের মন্তব্যের জবাবে যা বললেন সালাউদ্দিন

শুরু থেকেই বিদেশি কোচের অধিনেই খেলে আসছে বাংলাদেশ। যেখানে সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী। তাই বাংলাদেশের ক্রিকেটের সাফল্যের জন্য দেশের মধ্যে থেকে জাতীয় দলের প্রধান কোচ নিয়োগ দেওয়ার কথা বলছে কেউ কেউ। তবে সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, দেশের কারো প্রধান কোচ হওয়ার সামর্থ্য নেই। তার এই মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এরই মধ্যে তামিমের সেই কথার ব্যাখ্যা দিয়েছেন সালাউদ্দিন।
তামিমের চিন্তার সঙ্গে একমত দেশের সেরা কোচ হিসেবে পরিচিত মোহাম্মদ সালাউদ্দিন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে বেশ কয়েকবার বিপিএল জেতানো এই কোচের মতে, কোচদের আরও সময় দিতে হবে।
তিনি বলেন, 'তামিম সঠিক কথা বলেছে। জাতীয় দলে যে ক্রিকেটাররা প্রথমবার আসে, তখন আমরা কি ভাবি সে প্রস্তুত হয়ে এসেছে? খেলোয়াড়দের সময় দেওয়া হয়। তাদের যদি ৫ বছর লাগে তৈরি হতে তাহলে তো কোচদেরও সময় দেওয়া উচিত।'
দেশের সাবেক ক্রিকেটারদের কোচ বানানোর পথে হাঁটছে অনেক বোর্ডই। প্রতিবেশী ভারতে অনেক বছর ধরেই হেড কোচের পদ ভারতীয়দের দখলে। সম্প্রতি শ্রীলঙ্কাও ক্রিস সিলভারউডের জায়গায় দেশটির কিংবদন্তী সনাৎ জয়াসুরিয়াকে নিয়োগ দিয়েছে। বাংলাদেশেরও তেমন কিছু ভাবা উচিত কি না এমন প্রশ্ন করা হয়েছিল তামিমকে।
এই মুহূর্তে ভারত-বাংলাদেশ সিরিজে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করছেন তামিম ইকবাল। সেখানেই স্পোর্টস্টারকে তামিম বলেছিলেন,‘আমার মনে হয় না, প্রধান কোচ হওয়ার মতো যোগ্য কেউ বাংলাদেশে এখন আছে। এখন এমন দু-তিনজন আছেন, যারা সহকারী কোচ হতে পারেন। কিন্তু আমার মনে হয় না, তারা জাতীয় দলের প্রধান কোচ হওয়ার উপযুক্ত।’
কোচিং প্যানেলে দেশীয় কোচের সংখ্যা বাড়ানোর পক্ষে তামিম বলেন, ‘বাংলাদেশ দলের কোচিং স্টাফে ৭০: ৩০ অনুপাত থাকা উচিত। প্রধান কোচ পদে একজন বিদেশি ও তার সঙ্গে বড়জোর আরও দুজন বিদেশি কোচ থাকতে পারেন। সহকারী কোচ পদে বাকি ৭০ শতাংশ বাংলাদেশি নিয়োগ করা উচিত। তাতে স্থানীয় কোচদের গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে এবং একদিন তারা প্রধান কোচ হতে পারবেন।’
(ঢাকাটাইমস/১০ অক্টোবর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন