সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে নারীসহ আটক ৪ 

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৪, ১৭:১৭
অ- অ+

সাতক্ষীরার কেড়াগাছি সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তিন নারীসহ চারজনকে আটক করেছে বিজিবি।

আটকরা হলেন, বরিশালের কোতয়ালী থানার চরগোপালপুর গ্রামের হানিফ মুন্সির ছেলে মো. সাইফুল মুন্সি (৩৫), একই গ্রামের মো. সাইফুল মুন্সির স্ত্রী মোছা. আঁখি আক্তার (২৭), নেত্রকোনার সদর থানার সর্বদিঘীয়া গ্রামের আবুল মিয়ার মেয়ে মোছা. লাকী আক্তার (২৫), চুয়াডাঙ্গার জীবন নগর গ্রামের মো. বকুলের মেয়ে মোছা পাপিয়া খাতুন (২৪)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কেড়াগাছি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা সবাই বাংলাদেশি বলে জানিয়েছে বিজিবি।

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরার ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কেড়াগাছি থেকে বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে পাচারের সময় কাকডাংগা বিওপির সুবেদার নাসির উদ্দিন ও এসআইপি সদস্য নায়েক কাজী হুরমুজ আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল কৌশলে অবস্থান নিয়ে চারজনকে আটক করে। ঘটনাস্থলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারীরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, আটককৃত বাংলাদেশি নাগরিকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কলারোয়া থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন ও মানবপাচারী চক্রের পাঁচজনকে পলাতক আসামি করে কলারোয়া থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকা টাইমস/১০অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা