মিরসরাইয়ে ফের বিএনপি নেতা খুন, আহত দুই ছেলে
চট্টগ্রামের মিরসরাইয়ে ফের স্থানীয় এক বিএনপি নেতা খুন হয়েছেন। নিহত কবির হোসেন (৫৫) মিরসরাই উপজেলার ২ নম্বর হিংগুলী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন। গত ৫ আগস্টের পর এ নিয়ে দুজন বিএনপি নেতা হত্যাকাণ্ডের শিকার হলেন।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) সন্ধ্যায় বারৈয়ারহাট বাজারে কবির হোসেনের ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় তার দুই ছেলেকেও ছুরিকাহত করা হয়। আহত বাবা ও দুই ছেলেকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কবির হোসেনকে মৃত ঘোষণা করেন।
মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন জানান, কবির হোসেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও হিংগুলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের একজন ভাড়াটিয়া ২০ হাজার টাকা ভাড়া বকেয়া রেখে ঘর ছেড়ে দেয়। বকেয়া ভাড়া পরিশোধে গতকাল একটি শালিশি বৈঠক হয় সেখানে উভয়ের মধ্যে কিছুটা বাকবিতণ্ডা হয়।
নিজাম উদ্দিন বলেন, ‘সেই বাকবিতণ্ডাকে কেন্দ্র করে আজ (বৃহস্পতিবার) মাগরিবের নামাজের আগ মুহূর্তে বিএনপি নেতা ব্যবসায়ী কবির হোসেন ও তার দুই সন্তানের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এতে কবির হোসেনের মৃত্যু হয় এবং তার দুই ছেলে ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হন।’
জোরারগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ এটিএম আরিফুল মাজদার জানান, পুর্ব শত্রুতার জেরে বারৈয়ারহাটে হামলার ঘটনা ঘটে এতে একজনের মৃত্যু হয়েছে ও দুজন ছুরিকাঘাতে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান আছে।
এর আগে গত মাসে রফিক মেম্বার নামে আরেক বিএনপি নেতাকেও হত্যার শিকার হন।
(ঢাকাটাইমস/১০অক্টোবর/এসআইএস)